Maruti Suzuki নতুন প্রজন্মের Dzire লঞ্চ করবে। নভেম্বরের 4 তারিখে এই গাড়ি প্রকাশ্যে আনবে কোম্পানি। এই গাড়ি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে উন্মাদনা।এখনও পর্যন্ত ডিজায়ার মারুতির (New Maruti Dzire 2024) সবচেয়ে বেশি বিক্রিত মডেলগুলির মধ্যে একটি।
কোথায় আলাদা হবে আগের থেকে
মারুতির গাড়ি বিক্রির ইতিহাসে ভারতে জনপ্রিয় মিড সেডান ডিজায়ার। নতুন প্রজন্মের কাছে ডিজায়ার আরও বেশি প্রিমিয়াম হবে। শোনা যাচ্ছে, সুইফটের থেকে এই ডিজাইন অনেকটাই আলাদা করা হবে। এর কেবিন অনেকটাই আলাদা হবে সুইফট থেকে। তবে গাড়ির অভ্যন্তরে স্তর যুক্ত ড্যাশবোর্ড দেওয়া হবে নতুন সুইফ্টের ডিজাইনের মতো। তবে এর সামগ্রী আলাদা করার জন্য বেইজ রঙের হালকা ছোঁয়া থাকবে।
কেমন দেখতে হবে ভিতর থেকে
এই গাড়িতে সুইফটের সব কালো থিম থাকলেও বেইজ রং থাকতে পারে। যা গাড়িকে একটি প্রিমিয়াম লুক দেবে। গাড়িতে 9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পিছনের এসি ভেন্ট, ক্লাইমেট কন্ট্রোল, একটি সানরুফ, কানেকটেড কার টেকনোলজি এবং একটি 360 ডিগ্রি ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলি আশা করতে পারেন।
সুইফটের থেকে কতটা আলাদা
সুইফটের তুলনায় নতুন ডিজায়ার সম্ভবত একটি 360 ডিগ্রি ক্যামেরা পাবে। যাতে ৬টি এয়ারব্যাগও মানসম্মত হবে। নতুন ডিজায়ার সুইফটের সঙ্গে নতুন ইঞ্জিন শেয়ার করবে। যদিও এটি অতিরিক্ত ওজনের জন্য কিছু পরিবর্তনও পেতে পারে। নতুন ডিজায়ার আগেরটির চেয়ে কিছুটা বেশি ব্যয়বহুল হবে।
কত দাম হতে পারে
নতুন ডিজায়ারের পেট্রোল ম্যানুয়ালের জন্য 7 লাখ টাকার নিচে দাম রাখতে পারে কোম্পানি। কারণ নতুন বৈশিষ্ট্যের কারণে টপ-এন্ড পেট্রোল AMT-এর দাম প্রায় 10 লাখ প্লাস হতে পারে বলে আশা করা হচ্ছে। ৪ নভেম্বর লঞ্চ হওয়া নতুন প্রজন্মের ডিজায়ার নতুন সুইফটের মতো অ্যারেনা আউটলেট জুড়ে বিক্রি হবে।
দেশের সাধারণ মানুষ পেট্রোল এবং ডিজেলের বর্তমান দামে খুশি নয়। সরকারের কাছ দীর্ঘদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি করে আসছে দেশবাসী । এখন আন্তর্জাতিক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম আগের তুলনায় কম, সেখানে দেশেও পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম কমানোর দাবি উঠেছে।
আশা করা হচ্ছে, পেট্রোল, ডিজেলের দামে স্বস্তি পেতে পারে দেশবাসী। প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পতনের কারণে অভ্যন্তরীণ বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2-3 টাকা হ্রাসের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি রেটিং এজেন্সি ICRA একটি নোটে এই কথা বলেছে।
Minimum Wage Rate Hike: অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য সুখবর, সরকার বাড়াল ন্যূনতম মজুরি
Car loan Information:
Calculate Car Loan EMI