কলকাতা: বাজার মাত করেছিল রেনোঁর ডাস্টার (Renault Duster)। সে সময় বিপুল জনপ্রিয় হয়েছিল গাড়িটি। ফের নতুন রূপে সেই গাড়িই বাজারে আনতে চলছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা। ২০২৫ সালে বাজারে আসতে চলেছে রেনোঁর নতুন প্রজন্মের ডাস্টার (New Renault Duster।
সূত্রের খবর, বেশ কিছু প্রিমিয়াম ফিচার (Premium Car Feature) খুঁজতে গেলে হতাশ হতে হবে নতুন প্রজন্মের ডাস্টারে। কিন্তু গাড়িতে জায়গা এবং দৈর্ঘ্যের (Length) দিকে থেকে দেখলে চমকে উঠতে হবে। ইদানিং যে কমপ্যাক্ট এসইউভি (Compact SUV) দেখা যায় সেইরকমই আকার এখন যে ডাস্টার রয়েছে সেটির। কিন্তু নতুন প্রজন্মের ডাস্টার তার থেকে অনেকটাই বড় হবে বলে জানা যাচ্ছে। শুধু আকারে বড় হবে তাই নয়, স্টাইলের দিক থেকেও নতুন একাধিক বিষয় মাথায় রাখা হচ্ছে। বক্সি ফ্রন্ট এন্ড (Boxy Front End) হচ্ছে গাড়িতে। পাশাপাশি, মোটা ক্ল্যাডিং থাকছে, তার সঙ্গেই হেডলাইট (Slim Headlight) আকর্ষণীয় ও স্লিম হচ্ছে।
এই Dacia Duster অফ-রোডিংয়ের কথা ভেবেই আনা হচ্ছে। যা খরচেও কুলোবে বলে জানানো হয়েছে। ফলে প্রিমিয়াম ফিচার (New Duster Feature) নয় বেশি করে ফোকাস করা হয়েছে অন্য দিকগুলিতে। বেশ কিছু পেটেন্ট ছবি এসেছে বাজারে, যা থেকে নতুন ডাস্টারের স্টাইল কেমন হবে তা অনেকটা বোঝা যাচ্ছে। ওই ছবিতেই দেখা যাচ্ছে নতুন প্রজন্মের ডাস্টারে সাধারণ মানেরও কোনও সানরুফের (Sunroof) অপশন নেই।
ভারতের গাড়ি বাজারে সানরুফের চাহিদা ব্যাপক। ক্রেতাদের মধ্যে সানরুফ পছন্দের তালিকায় অন্যতম। তা সত্ত্বেও ভারতের বাজারে নতুন প্রজন্মের Dacia Duster -এ কোনওরকম সানরুফের ফিচার রাখা হচ্ছে না। মূলত অফ-রোড (Off Road Experience) এক্সপিরিয়েন্স আরও ভাল করার লক্ষ্য নেওয়া হচ্ছে। তা সত্ত্বেও কমপ্যাক্ট SUV হিসেবে যথেষ্ট আরামদায়ক হতে চলেছে এই নতুন প্রজন্মের ডাস্টার।
তবে ইন্টিরিয়র (Car Interior) তৈরিতে ভাল সময় খরচ করেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা। অন্দরসজ্জা প্রিমিয়াম স্তরের করা হচ্ছে। তার সঙ্গে থাকছে স্মার্টফোন বেসড নেভিগেশনের (smartphone based navigation) ব্যবস্থা। তৃতীয় প্রজন্মের এই গাড়িটিতে প্ল্যাটফর্মে বদল আসতে চলেছে। বিশ্বমানের প্ল্যাটফর্ম (Car Platform) আনা হচ্ছে, যা গাড়ির চড়ার মান এবং অফ-রোডিংয়ের সময় গাড়ি নিয়ন্ত্রণে সুবিধা করবে।
ফলে বলাই যায়, নতুন এই ডাস্টার 5 door Thar-এর প্রতিযোগীর জায়গা পেতেও পারে। তার সঙ্গেই এই গাড়িটিতে থাকছে 4X4 ড্রাইভিং ফিচার।
ভারতের গাড়ি বাজারে Duster-এর ব্র্যান্ড এখনও পরিচিত। এখন দেখা যাক, নতুন প্রজন্মের ডাস্টার এখনকার গাড়ির ক্রেতাদের স্বাদ অনুযায়ী হয় কিনা, নাকি আগের মতোই থাকে।
আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের চিন্তা বাড়াল হন্ডা,ভারতের বাজারে এল নতুন CB350,দাম কত জানেন ?
Car loan Information:
Calculate Car Loan EMI