Ola Scooter Discount: গত মাসে ওলার বৈদ্যুতিন স্কুটারের বিক্রি ব্যাপক হারে কমে গিয়েছিল আর সেই জন্য এবার গ্রাহক আকর্ষণ করতে বড় ছাড়ের সুযোগ দিয়েছে ওলা ইলেকট্রিক সংস্থা। সমস্ত মডেলের উপরেই এক ধাক্কায় ৪০ হাজার টাকার ছাড় (Ola Scooter Discount) পাওয়া যাচ্ছে ওলার স্কুটারে। তবে আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্তই রয়েছে এই ছাড়ের সুযোগ। সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই ছাড়ের সঙ্গে একটি ব্যাটারি ওয়ার‍্যান্টির এক্সটেনশনও দেওয়া হবে। এই অফারের সুবিধে কেবলমাত্র আজকের জন্যই পাওয়া যাবে।

ওলার বিভিন্ন ধরনের বৈদ্যুতিন স্কুটার ও মোটরসাইকেলের (Ola Electric Scooter) জন্য এই অফার পাওয়া যাবে। আগামী দিনে ৬টি নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আনতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা, এমনটাই জানা গিয়েছে।

সম্প্রতি বাজারে ওলা ইলেকট্রিক দুটি নতুন ভ্যারিয়ান্ট চালু করেছে, দুটি নতুন ভ্যারিয়ান্টের সঙ্গে ওলা এস ওয়ান প্রো মডেলও চালু করেছে এই সংস্থা। এই স্কুটারটিতে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। এস ওয়ান প্রো দাবি করে যে তাদের ব্যাটারি প্যাকে ২৪২ কিমির রেঞ্জ পাওয়া যাবে। ওলা এস ওয়ান প্রো-র প্রাথমিক মূল্য ১ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকা।

ওলা এস ওয়ান প্রো প্লাস বাজারে ৪ কিলোওয়াট ও ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক বিকল্প সহ এসেছে। এর ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ পাবেন এবং ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ৩২০ কিমির রেঞ্জ পাবেন। এই মডেলের সর্বোচ্চ গতি ১৪১ কিমি প্রতি ঘণ্টায়।

ওলা এস ওয়ান এক্স বাজারে এসেছে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে। এই বৈদ্যুতিন স্কুটারে বাজারে ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক পাওয়া যাবে। ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১০৮ কিমি, ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১৭৬ কিমি এবং ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ দেবে। ওলা এস ওয়ান এক্সের দাম শুরু হচ্ছে ৭৯,৯৯৯ টাকা থেকে।

এছাড়া কোমাকির রেঞ্জার বাইকেও এই সময় ৩৫ হাজার টাকার ছাড় মিলছে। এই ছাড়ের সুযোগও কেবলমাত্র এই মাসের জন্যই রয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১.৪০ লক্ষ টাকা। এতে আপনি পাবেন ৩.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যাতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ২০০ কিমি রাস্তা যেতে পারবেন।


Car loan Information:

Calculate Car Loan EMI