Ola Electric: বাজারে সম্প্রতি S1 স্কুটার নিয়ে এসেছে ওলা ইলেকট্রিক। আর এই ইলেকট্রিক স্কুটারের বুকিং অনেক আগেই শুরু হয়েছিল এবার তাঁর ডেলিভারি দিতে শুরু করল সংস্থা। ৩টি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে আসে এই নতুন বৈদ্যুতিন স্কুটারের মডেলটি। ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির বিকল্প থাকছে এই স্কুটারে। এই মডেলগুলির (Ola Electric S1X) এক্স শো-রুম দাম যথাক্রমে ৬৯,৯৯৯ টাকা, ৮৪,৯৯৯ টাকা এবং ৯৯,৯৯৯ টাকা। কিছুদিন আগে ওলা ইলেকট্রিক তাঁর বৈদ্যুতিন স্কুটারের মডেলের দাম ব্যাপকহারে কমিয়ে দিয়েছিল। এখানে নতুন মডেলের ক্ষেত্রেও সেই দামের ছাড় বজায় রয়েছে।


ব্যাটারি প্যাক ও রেঞ্জ


Ola S1 মডেলের ২ কিলোওয়াট আওয়ারের মডেলটি (Ola Electric S1X) ৬ কিলোওয়াটের সর্বোচ্চ শক্তি সম্পন্ন একটি বৈদ্যুতিন মোটর সহ এসেছে বাজারে, এই মডেলে ৪.১ সেকেন্ডের মধ্যেই ৪০ কিলোমিটার পর্যন্ত গতি উঠতে পারে। এই মডেলে আবার রয়েছে তিন ধরনের আলাদা আলাদা রাইডিং মোড – ইকো, নর্মাল এবং স্পোর্টস। এই স্কুটারের সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টায়।


এখানে একটি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের বদলে Ola S1-ের ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের মডেলে একই চার্জিং টাইম, রাইডিং মোড এবং অন্যান্য ফিচার্স রয়েছে। পার্থক্য সেভাবে কিছু নেই বললেই চলে। তবে এতে ৩.৩ সেকেন্ডের মধ্যে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। এই মডেলটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টায় এবং একবার চার্জ দিলে এই স্কুটারে (Ola Electric S1X) একটানা ১৫১ কিমি পথ যাওয়া যায়। ওলার এই সিরিজের ৪ কিলোওয়াট আওয়ারের মডেলটির ক্ষেত্রে সমস্ত ফিচার্স ও স্পেসিফিকেশন একই থাকলেও ১৯০ কিমি রেঞ্জ দিতে পারবে স্কুটারটি।


কী জানালেন সিইও


ওলা ইলেকট্রিকের (Ola Electric S1X) সিইও ভবীশ আগরওয়াল এক্স হ্যান্ডলে এই নতুন মডেলের ছবি পোস্ট করে লেখেন যে, ওলা এস ওয়ান এক্স মডেলের জন্য এত চাহিদা এত ভালবাসা দেখে আপ্লুত হয়েছি। এটা সত্যিই এমন একটা মডেল যা সহজে কেউ উপেক্ষা করতে পারবে না।


সংস্থার পক্ষ থেকে কী জানানো হয়েছে


ভারতের ক্রমবর্ধমান বৈদ্যুতিন গাড়ির বাজারে দু-চাকার গাড়িপ্রেমীদের কাছে বেশি পৌঁছানোর চেষ্টা করছে ওলা ইলেকট্রিক আর সেই উদ্দেশ্যকে সফল করবে ওলার এই নতুন মডেলটি। ওলার S1 X মডেলটির সঙ্গে সঙ্গে ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারকে ধরতে পারবে ওলা। গ্রাহকদের উপযোগী এবং সাশ্রয়ী এই মডেলের জন্য ওলা ইলেকট্রিকের বিক্রি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Car News: গাড়ি চালান রোজই ? সঙ্গে এই ৫ নথি না থাকলে মোটা জরিমানা হতে পারে


Car loan Information:

Calculate Car Loan EMI