Ola S1X Electric Scooter: ভারতে আসছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটার Ola S1X। জানা গিয়েছে, আগামী ১৫ অগস্ট স্বাধীওতা দিবসের দিন এই ইলেকট্রিক স্কুটার দেশে লঞ্চ হবে। ওলার প্রথম ইলেকট্রিক স্কুটারও ১৫ অগস্টই ভারতে লঞ্চ হয়েছিল। শোনা যাচ্ছে, নতুন Ola S1X ইলেকট্রিক স্কুটারের দাম হতে চলেছে এক লক্ষ টাকার মধ্যে। নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। অন্যদিকে ভারতে সম্প্রতি একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ওলা সংস্থা। এটি হল S1 Air। এই ইলেকট্রিক স্কুটারের দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। শোনা গিয়েছে, Ola S1X ইলেকট্রিক স্কুটারের দাম Ola S1 Air- এর থেকে কম হতে চলেছে। এছাড়াও সূত্রের খবর, একবার পুরো চার্জ দিলে নতুন Ola S1X ইলেকট্রিক স্কুটার ১০০ কিলোমিটার পথ চলতে পারবে। 


Ola S1X ইলেকট্রিক স্কুটার সম্পর্কে কিছু তথ্য


নতুন ইলেকট্রিক স্কুটারের মডেলে S1 Air- এর মতোই চাকা, সাসপেনশন কম্পোনেন্ট এবং অন্যায় হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকতে পারে। ফ্রন্ট অর্থাৎ সামনের চাকায় থাকতে চলেছে টেলিস্কোপিক ফর্ক। পিছনে থাকতে চলেছে দু'টি gas charged shock absorbers। সামনে এবং পিছনের চাকায় থাকবে drum brakes। এছাড়াও থাকতে পারে কম্বিনেশন ব্রেকিগ সিস্টেম। অ্যালয় হুইলের বদলে নতুন Ola S1X ইলেকট্রিক স্কুটারে থাকতে চলেছে স্টিলের হুইল বা চাকা। 


আগের ওলা ইলেকট্রিক স্কুটারের মতো নতুন মডেলেও একই ধরনের হেডল্যাম্প থাকতে চলেছে। সেখানে LED Daytime Running Lamp এবং projector setup থাকবে। স্কুটারের রেয়ার টেল ল্যাম্পের ডিজাইনও থাকছে আগের মতোই। ওলা ইলেকট্রিক সংস্থা ইতিমধ্যেই একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। নতুন মডেলে আগের থেকে ডিজাইনের খুব হেরফের হবে না বলেই অনুমান। ফিচারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুধু শোনা গিয়েছে, Ola S1X ইলেকট্রিক স্কুটারে যে স্ক্রিন থাকবে সেখানে S1 Pro মডেলের তুলনায় কম রেজোলিউশন থাকতে চলেছে। ওলার আসন্ন ইলেকট্রিক স্কুটারে নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি এইসব ফিচার থাকবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। 


ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড


এবার ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড সংস্থা। বছর দুয়েকের মধ্যেই বাজারে আসবে এই ইলেকট্রিক বাইক। সম্প্রতি এই তথ্যই প্রকাশ্যে এসেছে। এই প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন- বছরশেষে নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে পারে টাটা মোটরস, কবে কোন মডেল আসার সম্ভাবনা?


Car loan Information:

Calculate Car Loan EMI