Old Car Sale Tips: দিন দিন ভারতের বাজারে গাড়ির চাহিদা বাড়ছে। তাই আপনার কাছে যদি আগে কেনা কোনও গাড়ি থেকে থাকে আর তা আপনি বিক্রি করতে চান, তাহলে গাড়ির ভাল দাম পাওয়ার চেষ্টা করা উচিত। কত কিলোমিটার চলেছে এই গাড়ি, তাঁর উপর যদিও দাম অনেকটা নির্ভর করে। তবে কিছু বিষয় মাথায় রাখলে পুরনো গাড়ির জন্যেও ভাল দাম পাওয়া যায় রিসেলের ক্ষেত্রে।
নিয়মিত পরিচর্যা
গাড়ির তেলের ট্যাঙ্কার পরিস্কার করা, তেল বদলে নেওয়া, ব্রেক ঠিক আছে নাকি চেক করে দেখা, টায়ার কত ভাল ঘুরছে, সেটা দেখে নেওয়া দরকার নিয়মিতভাবে। তাছাড়া গাড়ির সার্ভিসিং করান হলে তাঁর পুরনো রেকর্ড নিজের কাছে যত্ন করে রেখে দেওয়া দরকার। ভিতরে ও বাইরে ভালমত পরিস্কার রাখতে হবে গাড়ির, তবে গাড়ির ভাল দাম পাওয়ার সম্ভাবনা বাড়বে।
মেরামতির খেয়াল রাখতে হবে
গাড়িতে কোনও যান্ত্রিক গোলযোগ হলে তা ফেলে না রেখে খুব তাড়াতাড়ি সারিয়ে নিতে হবে। এই সমস্যাগুলি উপেক্ষা করলে ভবিষ্যতে আরও ব্যয়বহুল মেরামতি দরকার হতে পারে।
মাইলেজ বজায় রাখা দরকার
কারপুলিং করে বা বিকল্প কোনও যানবাহন ব্যবহার করলে মাঝেমাঝে এর মাইলেজ বজায় রাখা যায়। আর যত বেশি মাইলেজ থাকবে, তত বেশি আপনি দাম পাবেন গাড়ির।
সব কাগজপত্র গুছিয়ে রাখতে হবে
গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সার্ভিস রেকর্ড, মেরামত ও রক্ষণাবেক্ষণের রসিদ সহ গাড়ির যাবতীয় নথি যত্ন করে গুছিয়ে রাখা দরকার।
সময় ঠিক করা দরকার
কখন আপনার গাড়ি বিক্রি করবেন, সেই সময়টা উপযুক্ত কিনা তা আগে থেকে বিচার করে নেওয়া দরকার। কোন সময় আপনি গাড়ি বিক্রি করছেন, তাঁর উপর আপনার গাড়ির দাম নির্ভর করে। বসন্তকালে বা গ্রীষ্মকালে গাড়ির চাহিদা বেশি থাকে সাধারণত, তাই এই সময় গাড়ি বিক্রি করতে চাইলে তুলনায় অনেকটাই বেশি দাম পাবেন আপনি।
কসমেটিক মেরামতি
গাড়িতে স্ক্র্যাচ বা ডেন্ট থাকলে তা অবশ্যই সারিয়ে নিতে হবে। এতে ভাল খরচ করলে গাড়ির রিসেল ভ্যালুও খুব ভাল পাওয়া যাবে। এগুলির দিকে অবশ্যই নজর দেওয়া দরকার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HDFC Bank: কর্মীদের ১৫০০ কোটি টাকা দেবে HDFC ব্যাঙ্ক ! কী জানালেন সিইও ?
Car loan Information:
Calculate Car Loan EMI