Bike News: ব্রিটিশ বাইকনির্মাতা এই সংস্থা রয়্যাল এনফিল্ড সম্প্রতি ভারতের বাইকের দুনিয়ায় ধুন্ধুমার করেছে। একের পর এক নতুন মডেল বাজারে আনছে রয়্যাল এনফিল্ড। কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bikes) বিয়ার ৬৫০ বাইকটি। আর অন্যদিকে বৈশ্বিক বাজারেও দুরন্ত গতিতে বিক্রি হচ্ছে ক্লাসিক ৬৫০ মডেলটি। এই দুই বাইকের সঙ্গে আর কিছুদিনের মধ্যেই রয়্যাল এনফিল্ড তার প্রথম বৈদ্যুতিন বাইকও (Royal Enfield Bear 650) নিয়ে আসতে চলেছে বাজারে। বিয়ার ৬৫০ বাইকের পর এবার খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৬৫০ বাইক। কোনটির কত দাম, কী ফিচার্স ? কে কাকে টেক্কা দেবে ?
রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০
রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর ৬৫০ বাইকের আদলেই গড়ে উঠেছে এই রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ বাইকটি। এর দাম ভারতের বাজারে শুরু হচ্ছে ৩.৩৯ লক্ষ টাকা থেকে। রয়্যাল এনফিল্ডের এই গাড়িতে ৬৫০ সিসির প্যারেল টভিন ইঞ্জিন লাগানো হয়েছে, যা থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই গাড়িতে লাগানো ইঞ্জিনের সঙ্গে ৬ স্পিডের গিয়ারবক্সও যুক্ত রয়েছে।
এই বিয়ার ৬৫০ বাইকে সামনে রয়েছে ১৯ ইঞ্চির চাকা এবং পিছনে রয়েছে ১৭ ইঞ্চির স্পোক হুইল। বিয়ার ৬৫০ বাইকে টিএফটি সেট আপের সঙ্গে সঙ্গে সিঙ্গল পড কনসোলও লাগানো আছে। রয়্যাল এনফিল্ডের এই বাইক মোট ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যায়। এতে আপনি পাবেন ব্রডওয়াক হোয়াইট, পেট্রোল গ্রিন, হোয়াইট হানি, গোল্ডেন শ্যাডো এবং টু-ফোর নাইন এই রঙের ভ্যারিয়ান্ট পাবেন।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকটিরও প্রথম লুক ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে গিয়েছে। বলাই বাহুল্য ৬৫০ সিসির সেগমেন্টে পরপর বাইক এনে চলেছে রয়্যাল এনফিল্ড। এই বাইকে আপনি পেয়ে যাবেন ৬৪৮ সিসির একটি এয়ার/অয়েল কুলড প্যারেল টভিন ইঞ্জিন। এতে রয়েছে ১৪.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
রঙের ভ্যারিয়ান্ট এই বাইকের ক্ষেত্রে একটু কম। মোট ৪টি রঙের ভ্যারিয়ান্ট পাওয়া যাবে এই বাইকে – টিল, ভালাম রেড, ব্ল্যাক ক্রোম এবং ব্রুটিংথ্রোপ ব্লু। ইতিমধ্যেই ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানিতে এই বাইকের দাম প্রকাশ করেছে সংস্থা, তবে ভারতের বাজারে এর দাম এখনো জানা যায়নি।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে এই বাইক বাহারে আসবে বলে মনে করা হচ্ছে। এই বাইকের দাম থাকতে পারে সাড়ে ৩ লক্ষ টাকা।
আরও পড়ুন: Honda Scooter: এই মাসেই বাজারে আসছে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার ! কী ফিচার্স, কত দাম ?
Car loan Information:
Calculate Car Loan EMI