Royal Enfield Bikes: রয়্যাল এনফিল্ডের বাইক সারা দেশেই খুবই জনপ্রিয়। চলতি কথায় একে বুলেট বলেই সবাই চেনে। যেমন ভারী চেহারা, তেমনি এর ফিচার্স আর ক্ষমতা, সব মিলিয়ে বাইকপ্রেমীদের কাছে স্বপ্নের মত একটা বুলেট বা রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bikes) বাইক কেনা। বাজারে এই রয়্যাল এনফিল্ডের অনেক প্রতিদ্বন্দ্বী এলেও এর ব্র্যান্ডের একটা আলাদাই মহিমা আছে। সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিয়ো (Viral Video) তুমুল ভাইরাল হয়েছে। তাতে ১৯৫০ সালের ব্রিটেন থেকে আমদানি করা রয়্যাল এনফিল্ডের মডেল দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। কেমন দেখতে সেই ৭৪ বছরের পুরনো মডেল ?


পুরনো এই রয়্যাল এনফিল্ড কেমন দেখতে


সময়ের সঙ্গে সঙ্গে বাইক নির্মাতা সংস্থাগুলিও তাদের বাইকের (Royal Enfield Bikes) মডেলে প্রচুর বদল এনেছে। বদলেছে লুক, বদলে গিয়েছে ফিচার্স। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়তে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ১৯৫০ সালের বুলেট মডেল নিয়ে ঘুরছেন। আর এখনও সেই বাইক সমানভাবে দক্ষ রয়েছে। এই বাইক একটা স্ট্যাটাস সিম্বল বা কনফিডেন্স লেভেল বুস্টারের মত কাজ করে।



ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল এই গাড়ি


ভিডিয়োতে শোনা যায় এই বাইকের (Royal Enfield Bikes) মালিক এই বাইকটি ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন। এই রয়্যাল এনফিল্ডের ফুয়েল ট্যাঙ্ক আকারে অনেক বড়, এর মধ্যেই লাগানো আছে স্পিডোমিটার এবং ফুয়েল লিড। এগুলিও দেখতে অসাধারণ। একটা ক্লাসিক লুক আছে এর মধ্যে। আর এর হর্ন শুনলে পুরনো সেই দিনের কথা কানে বাজে। ভেঁপু বাজিয়ে হর্ন দিতে হয় এই গাড়িতে, রিক্সার মত।


প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা


এই ভিডিয়োটি এক নেটিজেনের অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা আছে যে এটি একটি ১৯৫০ সালের রয়্যাল এনফিল্ডের বুলেট মডেল। ভিডিয়োতে লক্ষ্য করা গিয়েছে ইঞ্জিন থেকে একটি সরু সাইলেন্সার বেরিয়ে এসেছে যার দৈর্ঘ্য অনেকটাই বেশি। মানুষজন এই বুলেটের ভিডিয়ো দেখে নানারকম মন্তব্য করছেন। কেউ কেউ লিখছেন এই বাইকের হর্নটা খুবই আশ্চর্যজনক, নস্টালজিক করে তোলে। আবার কেউ লিখেছেন এটা আসল গ্যাংটা বুলেট নয়। ইতিমধ্যেই প্রায় ১ কোটি মানুষ এই বুলেটের ভিডিয়ো দেখে ফেলেছেন।



আরও পড়ুন: EV Car: ২ লাখেই মিলবে এই ইভি গাড়ি, এক চার্জে চলবে ৯০ কিমি রাস্তা- ৫ হাজারেই হবে বুকিং


Car loan Information:

Calculate Car Loan EMI