Royal Enfield Bullet 350: সারা বিশ্বজুড়েই রয়্যাল এনফিল্ড বুলেট বাইকের কদর রয়েছে। এটি মানুষের অন্যতম পছন্দের বাইকগুলির মধ্যে একটি। ক্লাসিক ডিজাইন আর চমৎকার ফিচার্সের মিশ্রণে এই রয়্যাল এনফিল্ডের বুলেট বাইক (Royal Enfield Bullet 350) অনন্য বিকল্প। বহু মানুষ বুলেট বাইক কেনা পছন্দ করেন। ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের বুলেট ৩৫০ বাইকটির দাম ১.৫ লাখের খানিক বেশি পড়ে। তবে এটি একবারে পেমেন্টের (Royal Enfield) থেকে ঋণ নিয়ে কিস্তিতেও টাকা শোধ করা যায়।
তবে এবার রয়্যাল এনফিল্ড বুলেট বাইকের দাম ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আলাদা আলাদা ভ্যারিয়ান্টের উপর নির্ভর করে এর দাম বেড়েছে একেক রকম হারে। আপডেটেড মূল্য তালিকা অনুসারে, এই বাইকের মিলিটারি রেড, ব্ল্যাক ভ্যারিয়ান্টের দাম আগে ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৫৬২ টাকা আর এখন দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৫৬২ টাকা।
রয়্যাল এনফিল্ডের বুলেট ৩৫০ কিনতে গেলে আপনি ফিনান্স বিকল্পের সাহায্য নিতে পারেন। কয়েক মাসের কিস্তিতে এই টাকা সহজেই শোধ করতে পারবেন আপনি। এই দাম বাড়ার কারণে এই বাইক কিনতে হলে এখন কত ইএমআই দিতে হবে ?
ইএমআইতে বুলেট ৩৫০ কীভাবে কিনবেন ?
দিল্লিতে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এর ব্যাটালিয়ন ব্ল্যাক মডেলের অন রোড দাম রয়েছে প্রায় ২ লক্ষ টাকা। দেশের অন্যান্য শহরে যদিও এই দামে হেরফের হতে পারে। এই বাইকটি কিনতে আপনাকে ব্যাঙ্ক থেকে ন্যূনতম ১.৯০ লক্ষ টাকা ঋণ নিতে হবে। বুলেট ৩৫০ মডেলের জন্য আপনাকে তাই ডাউন পেমেন্ট করতে হবে ন্যূনতম ১০ হাজার টাকা। আপনার ব্যাঙ্কে বাইকের ঋণে সুদের হার যদি ১০ শতাংশ হয়ে থাকে, আর আপনি যদি ২ বছরের জন্য ঋণ নিতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে ৯৫০০ টাকা করে ইএমআই দিতে হবে। আর যদি আপনি তিন বছরের জন্য ঋণ নেন, তাহলে আপনাকে ১০ শতাংশ সুদের হারে ৬৯০০ টাকা করে ইএমআই দিতে হবে প্রতি মাসে।
আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের আরেকটি জনপ্রিয় বাইকের আপডেটেড ভার্সন। আপনি যদি একটি শক্তিশালী ও স্টাইলিশ বাইক কিনতে চান রয়্যাল এনফিল্ডের তাহলে এই সুপার মিটিওর বাইকটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আপডেটেড সুপার মিটিওর ৬৫০ বাইকের ডিজাইনে সেভাবে কোনও বদল আনা হচ্ছে না। তবে কিছু স্মার্ট ও প্রযুক্তিগত বিষয়ে বদল আনা হচ্ছে।
Car loan Information:
Calculate Car Loan EMI