Royal Enfield Guerrilla 450: রয়্যাল এনফিল্ড বাইকের আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে দেশের তরুণদের মধ্যে। আর এবারে এই সংস্থা (Royal Enfield Bikes) তার অত্যন্ত জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে বাজারে এক নয়া অবতারে নিয়ে এসেছে। নতুন রঙের ভ্যারিয়ান্ট (Royal Enfield) জুড়ে গিয়েছে এই বাইকে। একটি নতুন পিক ব্রোঞ্জ রঙে (Royal Enfield Guerrilla 450) দেখা যাচ্ছে এই বাইক যা কেবলমাত্র পাওয়া যাবে মিড-স্পেক ড্যাশ ভ্যারিয়ান্টে। এই নয়া লুকে রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে খুবই শক্তিশালী এবং প্রিমিয়াম লুকের দেখাচ্ছে।
এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রঙ যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত। সংস্থার তরফে জানানো হয়েছে গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই এই রংটি ড্যাশ ভ্যারিয়ান্টে যুক্ত করা হয়েছে।
মোট ৩টি ভ্যারিয়ান্টে আনা হয়েছে এই বাইক
এই বাইকটি এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রঙ আপনি পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ২ লক্ষ ৩৯ হাজার টাকা। ড্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে এর দাম হতে চলেছে ২ লক্ষ ৪৯ হাজার টাকা এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন রয়েছে।
রয়্যাল এনফিল্ড গেরিলার ফ্ল্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে, এই ভ্যারিয়ান্টে আপনি পেয়ে যাবেন টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং বোল্ড কালার অপশন। বাইকটির এই ভ্যারিয়ান্টের সর্বোচ্চ দাম রয়েছে ২ লক্ষ ৫৪ হাজার টাকা।
কী পাওয়ারট্রেন রয়েছে এই বাইকে
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ বাইকের ইঞ্জিন বা মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। গেরিলা ৪৫০-এ শেরপা ৪৫০ ইঞ্জিন রয়েছে যা কিনা হিমালয়ান ৪৫০ বাইকেও লাগানো রয়েছে। এমনকী এই ইঞ্জিনের পারফরম্যান্স আরও ভাল হয়েছে এখন। ৪৫২ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন এটি। এই ইঞ্জিনে ৮ হাজার আরপিএমে ৩৯.৫২ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৪০ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকটিতে স্লিপ ও ক্লাচ অ্যাসিস্ট সহ একটি ৬ স্পিডের গিয়ারবক্স লাগানো রয়েছে।
আরও পড়ুন: TVS Jupiter: ১ টাকারও কম খরচে যাবে ১ কিমি রাস্তা ! কবে আসবে বিশ্বের প্রথম এই CNG স্কুটার ?
Car loan Information:
Calculate Car Loan EMI