Upcoming Royal Enfield Bikes: ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয় এই রয়্যাল এনফিল্ড বাইক। বিপুল চাহিদা রয়েছে এই বাইকের। রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল ইতিমধ্যেই ভারতের বাজারে রয়েছে। আর আপনি যদি একটি নতুন রয়্যাল এনফিল্ডের বাইক (Royal Enfield Bikes) কিনতে চান, তাহলে আরেকটু সময় অপেক্ষা করে গেলেই ভাল সুযোগ পাবেন। এই মাসের মধ্যেই খুব শীঘ্রই ভারতের বাজারে তিন তিনটি নতুন বাইক (Upcoming Bikes) আনতে চলেছে। কোন কোন বাইক আসছে বাজারে ?
Royal Enfield Classic 650
রয়্যাল এনফিল্ডের সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলের (Royal Enfield Bikes) মধ্যে প্রথমেই রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই বাইকের ৬৫০ সিসির নয়া ভার্সন আসতে চলেছে বাজারে। রিপোর্ট বলছে, আসন্ন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর পাওয়ারট্রেন হিসেবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে। এতে সর্বোচ্চ ৪৭.১ বিএইচপি শক্তি থাকবে এবং ৫২.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। সংবাদসূত্র অনুসারে জানা যাচ্ছে ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০। এঁর আগে ভারতের রাস্তায় বেশ কয়েকবার দেখা গিয়েছে এই বাইককে।
Royal Enfield Bullet 650
রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে বাজারে আসতে চলেছে বুলেট ৬৫০ বাইকটিও। এই বাইকে অনেক অত্যাধুনিক ফিচার্স থাকতে চলেছে। ভারতের রাস্তায় টেস্টিংয়ের সময় বহুবার চোখে পড়েছে এই রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটি। ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই বাইকটি।
Royal Enfield Himalayan 650
আপনিও যদি একটি নতুন রয়্যাল এনফিল্ড বাইক কিনতে চান, তাহলে আপনার জন্য বিকল্প হতে পারে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০ বাইকটি। আগামী বছর পুজোর সময় এই বাইক বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর বাইকের ট্রেলিস প্ল্যাটফর্মের উপর এই নতুন বাইকটি গড়ে উঠেছে। আগামী বছর এই তিনটি বাইক আসবে, এখন নতুন রয়্যাল এনফিল্ড কিনতে চাইলে এগুলিই আপনার কাছে সেরা বিকল্প হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Car loan Information:
Calculate Car Loan EMI