Maximum Working Hour: ভারতের অন্যতম জনপ্রিয় টেক কোম্পানি ইনফোসিসের সিইও এবং প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার মন্তব্যের মধ্য দিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছিল। মানুষের স্বাভাবিক সাধারণ জীবনযাপনের সঙ্গে কীভাবে এতক্ষণ কাজ করা যায় তা নিয়েই প্রশ্ন উঠেছিল। নারায়ণ মূর্তি দেশকে দ্রুত অগ্রগতির পথে নিয়ে যেতেই এই কথা (Working Hour) বলেছিলেন, কিন্তু মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী সপ্তাহে ৭০ ঘণ্টা করে কাজ করলে কোনো মানুষের পক্ষে ভাল কাজ করা সম্ভব নয়। আর অনুসন্ধানে দেখা গেল বিশ্বে (Maximum Working Hour) এমন কোনো দেশ নেই যেখানে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করে মানুষ। কোন দেশে তাহলে সবথেকে বেশি সময় কাজ করে মানুষ ? এই কাজের সময়ের নিরিখে ভারতই বা কত নম্বরে রয়েছে ?


বিশ্বে সবথেকে বেশি সময় কাজ করতে হয় উত্তর কোরিয়ার মানুষদের। সেখানে কর্মীদের সপ্তাহে ১০৫ ঘণ্টাও কাজ করতে হয়। স্বৈরতান্ত্রিক শাসকের পরিচালনায় চলে উত্তর কোরিয়া দেশটি। এখানে রাজনৈতিক বা কোনো নৃশংস অপরাধের জন্য বন্দিদেরও শ্রম শিবিরে নিয়ে গিয়ে কঠোর পরিশ্রম করানো হয়। তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে উত্তর কোরিয়ার সরকার। এই দেশ মূলত আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের নিয়ম অনুসরণ করে। এই সংস্থার নিয়ম অনুসারে বিশ্বের কোথাও সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করা উচিত নয়। উত্তর কোরিয়াতেও এই নিয়ম রয়েছে, কিন্তু সেখানকার বেশ কিছু কর্মীদের দাবি সংস্থাগুলি ওভারটাইমের নাম করে তাদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেয়। আর দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিরিক্ত আয় করার জন্যই কর্মীরা অতিরিক্ত সময় কাজ করে দেন।


আরব দেশে সপ্তাহে ৫৩ ঘণ্টা কাজের নিয়ম


সংযুক্ত আরব আমিরশাহীর বিলাসবহুল শহর দুবাইকে নিয়ে এত চর্চা চলে, তবে এখানে কর্মীদের সপ্তাহে ৫২.৬ ঘণ্টা কাজ করতে হয়। এই আইন অত্যন্ত কঠোর এখানে। এই কাজের সময়ের নিরিখে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্যাম্বিয়া, এখানে সপ্তাহে ৫০.৮ ঘণ্টা কাজের আইন রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ভুটান যেখানে কাজের সময় সপ্তাহে ৫০.৭ ঘণ্টা, চতুর্থ স্থানে আছে লেসোথো, এখানে সপ্তাহে ৪৯.৮ ঘণ্টা কাজ করতে হয়। আর এরপরে তালিকায় আসে কঙ্গো ও কাতারের মত দেশের নাম। এই তালিকায় ৭ নম্বরে আছে ভারতের নাম, এই দেশে সপ্তাহে গড়ে ৪৭.৭ ঘণ্টা কাজ করতে হয় কর্মীদের।


উন্নত দেশে মানুষ কতক্ষণ কাজ করে ?


সপ্তাহে বেশি সময় কাজ করে এমন দেশগুলি কোনোটিই উন্নত দেশের তালিকায় পড়ে না। বিশ্বের সবথেকে উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষ সপ্তাহে মাত্র ৩৬.৪ ঘণ্টা কাজ করে। নারায়ণ মূর্তি যে সময়ের কথা বলেছিলেন তার ঠিক অর্ধেক সময় কাজ করেন আমেরিকার কর্মীরা। জার্মানিতে সপ্তাহে ৪৫.৫ ঘণ্টা কাজের নিয়ম রয়েছে, আবার ইউরোপে এই সময়ের নিদান রয়েছে ৩৫.৯ ঘণ্টা। ইউরোপের অন্যান্য দেশগুলিতে গড়ে সপ্তাহে কাজ করতে হয় ৩৬ ঘণ্টা।


আরও পড়ুন: Gold Price: বিয়ের মরশুম শেষ হতেই আরও সস্তা সোনা, আজ কিনলে কত কমে পাবেন ?