Simple One Energy Electric Scooter: সিম্পল এনার্জি সংস্থা ভারতের বাজারে তাদের একটি নতুন বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে। আদপে এই সংস্থা তাদের ডট ওয়ান স্কুটারের নাম বদলে দিয়েছে এবং নতুন স্কুটার হিসেবে ওয়ান এস (Simple Energy Electric Scooter) হিসেবে বাজারে এনেছে তাদের মডেল। আর একইসঙ্গে এই স্কুটারের দামও এক ধাক্কায় ৬ হাজার টাকা কমিয়ে দিয়েছে সংস্থা। আগের মডেলের থেকে এবার অনেকটাই সস্তায় (Scooter Discount) কিনতে পারবেন এই স্কুটার। মূলত সাধারণ মানুষের কাছে এই স্কুটারকে আরও পরিচিত করে তুলতে এর নাম বদলে দিয়েছে সংস্থা।

৬ হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে এই স্কুটার

সিম্পল এনার্জি সংস্থা আদপে একটি বেঙ্গালুরু ভিত্তিক স্টার্ট আপ সংস্থা যা বৈদ্যুতিন স্কুটার তৈরি করে থাকে। ২০২৩ সালে এই সংস্থা ভারতের বাজারে ডট ওয়ান নামে একটি দুই চাকার গাড়ি নিয়ে এসেছিল। সিম্পল এনার্জি সংস্থার পক্ষ থেকে বাজারে আনা হয়েছে আরেকটি নতুন স্কুটার ওয়ান, বলা ভাল পুরনো মডেলের আপডেটেড ভার্সন এটি। এবার ডট ওয়ান নাম থেকে সংস্থার পক্ষ থেকে স্কুটারের নাম বদলে দেওয়া হয়েছে ওয়ান এসে।

নতুন ওয়ান এস স্কুটারের ক্ষমতা

ডট ওয়ান স্কুটারের মত এই ওয়ান এস বৈদ্যুতিন স্কুটারেও ৩.৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে যাতে ৮.৫ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। এই ইলেকট্রিক স্কুটারে মাত্র ২.৫৫ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠে যায়। সিম্পল এনার্জি সংস্থার এই ইলেকট্রিক স্কুটারে আপনি সোনিক মোডে ১০৫ কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে পারবেন। ওয়ান এস স্কুটারে আরও একটি রঙের বিকল্প জুড়ে গিয়েছে। লাল রঙের বিকল্প ভ্যারিয়ান্ট এখন থেকে বাজারে পাওয়া যাবে ওয়ান এস মডেলের ক্ষেত্রে।

রেঞ্জ কত পাবেন

সিম্পল এনার্জির ওয়ান এস স্কুটারে ৩.৭ কিলোওয়াট আওয়ারের বায়টারি প্যাকের মডেলে আপনি সম্পূর্ণ চার্জ দিলে টানা ১৮১ কিমি রাস্তা যেতে পারবেন। এই স্কুটারের মোটরে ৭২ এনএম টর্ক উৎপন্ন হয়। মূলত ব্র্যাজেন ব্ল্যাক, অ্যাজিওর ব্লু, গ্রেস হোয়াইট রঙের বিকল্পে পাওয়া যায় এই স্কুটার। এর সঙ্গে এখন জুড়েছে নাম্মা রেড ভ্যারিয়ান্টও।

আরও পড়ুন: Traffic Rules: এই শর্ত না মানলে কিনতে পারবেন না নতুন গাড়ি, এই নিয়ম মানা আবশ্যিক এখন; বড় পদক্ষেপ কেন্দ্রের


Car loan Information:

Calculate Car Loan EMI