Car Buying Rules: গাড়ি কেনা এখন ক্রমেই কঠিন হয়ে যাবে মানুষের পক্ষে। একটি নতুন নীতি চালু হতে চলেছে। আর এই নীতি অনুযায়ী গাড়ি কেনার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিংয়ের (New Car Buying Policy) জায়গা রয়েছে। আর এই পার্কিং জোন না থাকলে আপনি গাড়ি কিনতে পারবেন না। মূলত সড়কে যানজট কমাতেই এই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। গাড়ি কেনা নিয়ে এই নয়া শর্ত ও নীতি কার্যকর (Car Buying Rules) করেছে চেন্নাই ইউনিফায়েড মেট্রোপলিটন অথরিটি (CUMTA)। সারা দেশে নয়, এই নীতি চালু হয়েছে চেন্নাই রাজ্যে।
নতুন গাড়ির নীতি
দেশে এটাই প্রথমবার কোনও রাজ্যে এই ধরনের নীতি নিয়ম চালু করা হচ্ছে। দৈনন্দিন সড়কে যানজটের সমস্যা মেটাতে চেন্নাইতে এই নিয়ম লাগু করা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গণ-পরিবহনের উপরেও জোর দিতে চাইছে রাজ্য। আর সেভাবেই ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা কমবে সাধারণ মানুষের। হাউজিং অ্যান্ড আর্বাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নীতিতে অনুমোদন দেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকার মাদ্রাজ উচ্চ আদালতকে জানিয়েছে যে ২০২৪ সালেই এই নীতি তাদের রাজ্যে চালু করার কথা।
গাড়ি কেনার আগে কী করতে হবে
এই নতুন নীতির অধীনে চেন্নাইতে আপনি যদি কোনও গাড়ি কেনেন, তাহলে আপনার কাছে অবশ্যই একটি অফ-স্ট্রিট পার্কিং স্পেস থাকতে হবে। এটা আপনার বাড়ির ভিতরে হতে পারে বা কোনও ব্যক্তিগত প্রপার্টির মধ্যে হতে পারে। কিন্তু রাস্তায় কোনওভাবেই গাড়ি রাখা যাবে না। এই নিয়মের অধীনে CUMTA সচিব আই জয়কুমার জানিয়েছেন, 'মানুষজন প্রায়ই নানা ধরনের যানবাহন কিনে থাকেন, আর সেই কারণে তারা তাদের গাড়িগুলিকে রাস্তার ধারে পার্কিং করে রাখেন। এই কারণে আশেপাশের মানুষদের থাকতে খুবই সমস্যায় পড়তে হচ্ছিল।'
কী এই নতুন পার্কিং সিস্টেম
চেন্নাই ইউনিফায়েড মেট্রোপলিটন অথরিটির পক্ষ থেকে এবার রেসিডেন্সিয়াল পার্কিং পারমিট সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। অফ স্ট্রিট পার্কিং নিয়ে এই নতুন নীতি নিয়ে এসেছে চেন্নাই সরকার। এই নিয়মে মানুষকে পার্কিং স্পেস দেওয়া হবে চওড়া রাস্তার উপরে, তা হবে একটা লটারি সিস্টেম। যে সমস্ত বাড়িতে পার্কিং স্পেস রয়েছে সেগুলিকে মাসিক বা বার্ষিক চুক্তিতে ভাড়া দেওয়া হবে।
আরও পড়ুন: Oral Cancer Symptoms: এই ৫ সঙ্কেত দেখলেই সাবধান ! ওরাল ক্যান্সার নয়তো ?
Car loan Information:
Calculate Car Loan EMI