সোমনাথ চট্টোপাধ্যায়: BNCAP রেটিংয়ে ৫ স্টার অর্জন করেছে টাটা নেক্সনের ফেসলিফট ভার্সন। মূলত গাড়ির (Nexon EV) নিরাপত্তা পরীক্ষা করার জন্য এই রেটিং দেওয়া হয়। অ্যাডাল্ট অকুপেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে এই গাড়ি ৩৪-এর মধ্যে ৩২.২২ রেটিং পেয়েছে। তাছাড়াও গ্লোবাল NCAP পরীক্ষায় চাইল্ড প্রোটেকশনের নিরিখে টাটা নেক্সন ৪৯-এর মধ্যে ৪৪.৫২ রেটিং পেয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যে টাটা ফেসলিফট মডেল বাজারে এসেছিল, এই পরীক্ষা মূলত সেই মডেলেই করা হয়েছে।


কোন মডেলে পরীক্ষা হল


মনে রাখতে হবে এই পরীক্ষা মূলত নেক্সন আইসিই মডেলের জন্য, নেক্সন ইভির জন্য নয়। অর্থাৎ এটি নেক্সন পেট্রোল ও নেক্সন ডিজেলের গাড়ির জন্যেই করা হয়েছিল। ইভি ভার্সনের ক্ষেত্রেও এই পরীক্ষা করা হবে, তবে খানিক পরে। ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে এই গাড়িরও (Nexon EV) নিরাপত্তা পরীক্ষা করা হবে কারণ ভারতে ইতিমধ্যে এই মডেলটিই বেস্ট সেলিং ইভি। একটা স্ট্রং স্ট্রাকচারের উপর আরও বেশি নিরাপত্তাসূচক ফিচার্স এসেছে এই গাড়িতে। আর এই সেফটি ফিচার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ, এরপর যখনই আপনি কোনও গাড়ি কিনতে যাবেন, এই ফিচার্সগুলো মিলিয়ে দেখে নিলে তবেই লাভবান হবেন।


তবে আরও বেশি পরিমাণ সেফটি ফিচার্স এখন গাড়িতে (Nexon EV) স্ট্যান্ডার্ড করে দেওয়া হচ্ছে আর তাতে ক্রেতারাই মূলত লাভবান হবেন।


নেক্সনের সেফটি ফিচার্স


টাটা নেক্সন ফেসলিফটে ছয়টি এয়ারব্যাগ, ESC, সিট বেল্ট রিমাইন্ডার, ISOFIX রিস্ট্রেইন রয়েছে এর সেফটি ফিচার্সের মধ্যে যেখানে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড ভিউ মনিটর, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং আরও অনেক কিছু রয়েছে। স্ট্যান্ডার্ড বেসিক সেফটি ফিচার্স আসলে নেক্সনকে ৫ স্টার রেটিং পেতে সুবিধেই করেছে। অম্যান্য গাড়িতেও এই ধরনের সেফটি ফিচার্স থাকে।


গাড়ি নির্মাতারা নিরাপত্তার বিষয়ে আরও সচেতন


৫ স্টার রেটিং পাওয়ার জন্য গাড়ি (Nexon EV) নির্মাতা সংস্থাগুলি আরও অনেক বেশি ফিচার্স সংযুক্ত করছেন তাঁদের গাড়িতে। অর্থাৎ অনেকেই মনে করছেন ৬টি এয়ারব্যাগ গারির জন্য যথাযথ নয়। কম্প্যাক্ট SUV-র ক্ষেত্রে গাড়ি নির্মাতারা এগুলিকে বেসিক ভ্যারিয়্যান্ট হিসেবে রেখে দিচ্ছেন ফিচার্সে। কমফর্ট এবং কনভেনিয়েন্স ফিচার্সেও আপোস করছেন না তাঁরা। গাড়ির ক্রেতাদের চাহিদা এবং সচেতনতার উপর ভিত্তি করে এখন আরও বেশি সেফটি ফিচার্সের কথা ভাবা হচ্ছে গাড়িতে।


আরও পড়ুন: Top EV 2024: বছর সেরা হতে চলেছে এই ৫ ইভি, আপনি কোনটা কিনবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI