Suzuki Electric Scooter: সুজুকি (Suzuki) সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ করবে ভারত। তবে এই স্কুটার লঞ্চ হবে ২০২৫ সালের অর্থবর্ষে। সম্প্রতি এই তথ্যই প্রকাশ্যে এসেছে। অর্থাৎ ২০২৫ সালে ভারতে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে সুজুকি সংস্থা। এর পাশাপাশি জাপানি অটোমোবাইল সংস্থা সুজুকি আশা করছে যে ভারতে তাদের সমস্ত যানবাহন ২০৩০ সালের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাবে। ২০৩০ সালের অর্থবর্ষের নিরিখে এই লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছা সুজুকি সংস্থা। এছাড়াও ২০৩০ সালের অর্থবর্ষের মধ্যে ভারতে ৮টি দু'চাকার যান লঞ্চের পরিকল্পনা রয়েছে সুজুকি সংস্থার।
সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটার আসছে ভারতে
সুজুকি সংস্থা সম্প্রতি বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতে তারা যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে তা ছোট থেকে মাঝারি আকার-আয়তনের হতে চলেছে। প্রতিদিনের যাতায়াতের কাজে সহজে ব্যবহার করা যাবে। গত দু'বছরে বেশ কয়েকবার সুজুকি সংস্থা ইলেকট্রিক Burgman স্কুটার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। অসংখ্যবার সোশ্যাল মিডিয়ায় এই ইলেকট্রিক স্কুটারের ছবি ভাইরাল হয়েছে। অনুমান করা হচ্ছে, এই মডেলই সুজুকির প্রথম ইলেকট্রিক ভেহিকেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও এই প্রসঙ্গে সুজুকি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
Electric Bike: বিশ্ববাজারে শীঘ্রই ক্রুজার বাইক আনতে চলেছে ওকিনাওয়া। রয়্যাল এনফিল্ড বা হার্লে ডেভিডসনের মতো দেখতে হবে এই বাইক। ওকিনাওয়া কোম্পানি জানিয়েছে Tacita-র সঙ্গে সহযোগিতায় ইতালিতে তারা প্রথম গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করবে। পরবর্তী তিন বছরের জন্য এখন সম্প্রসারণের পথে হাঁটছে কোম্পানি। সব মিলিয়ে ২৫ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করতে চলেছে কোম্পানি। এই কেন্দ্রে কোম্পানি ভারত ও সারা বিশ্ব থেকে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ নিয়োগ করবে । দেশীয় ও আন্তর্জাতিকভাবে কর্মীদের দক্ষতা পরীক্ষা করার জন্য এই কাজ শুরু হবে।
2023 Toyota Innova Crysta: টয়োটা ইন্ডিয়া কর্তৃপক্ষ ভারতে নতুন গাড়ি 2023 Innova Crysta MPV প্রকাশ্যে এনেছে। সাত সিট এবং আট সিট, দু'ধরনের ডিজাইনেই এই গাড়ি পাওয়া যাবে। মোট চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 2023 Innova Crysta MPV গাড়ি। সেগুলি হল যথাক্রমে- Zx (কেবলমাত্র সাতটি সিটে পাওয়া যাবে), Vx, Gx এবং G। টয়োটার নতুন এই গাড়ির প্রি-বুকিং করা যাবে ৫০ হাজার টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে। অনলাইনের পাশাপাশি আপনার বাড়ির কাছাকাছি টয়োটা ডিলারশিপে গিয়েও এই গাড়ি প্রি-বুকিং করতে পারবেন।
আরও পড়ুন- প্রকাশ্যে টয়োটার নতুন গাড়ি 2023 Innova Crysta, ৫০ হাজার টাকার বিনিময়ে করা যাবে প্রি-বুকিং
Car loan Information:
Calculate Car Loan EMI