Suzuki E-Scooter: বৈদ্যুতিন স্কুটারের সেগমেন্টে এবার নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে সুজুকি। দেশের বাজারে আসবে সুজুকির ই-স্কুটার (Suzuki E-Scooter)। জানা গিয়েছে এই বছরের ডিসেম্বর মাস থেকে দেশে প্রথম ইলেকট্রিক স্কুটারের নির্মাণকার্য শুরু করবে সুজুকি। ই-বার্গম্যান স্কুটারের বিপরীতে এই সুজুকি স্কুটারটিতে একটি নির্দিষ্ট ব্যাটারি প্যাক পাওয়া যাবে। তবে এই নতুন ইভি স্কুটার (Electric Scooter) পরীক্ষামূলক কাজের জন্য বেশ কয়েকবার দেখা গিয়েছে।
কবে বাজারে আসবে সুজুকির ই-স্কুটার ?
বৈদ্যুতিন স্কুটারের সেগমেন্টে সুজুকির এই স্কুটার দেশের মধ্যে প্রথম। ভারতের বাজারে অন্যান্য ই-স্কুটারের মত এই স্কুটারটিকেও একটি নতুন ব্যাটারি প্যাক সহ আনতে পারে। ডিসেম্বর মাস থেকে শুরু হবে এর উৎপাদন প্রক্রিয়া। ফলে তাঁর কয়েক মাস পর অর্থাৎ ২০২৫ সালে দেশের বাজারে আসতে চলেছে এই স্কুটার। আশা করা যাচ্ছে ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে এই স্কুটার। সুজুকি সংস্থা জানিয়েছে বছরে ২৫ হাজার ইউনিট ই-স্কুটার নির্মাণ করবে তারা।
সুজুকির ই-বার্গম্যান স্কুটার
সুজুকি আজ থেকে ঠিক এক বছর আগে ই-বার্গম্যান স্কুটারের একটা আভাস দিয়েছিল। রিমুভেবল ব্যাটারি প্যাক ছিল সেই স্কুটারে। তাছাড়া আরও অনেক অনুষ্ঠানে এই স্কুটারের প্রদর্শনী দেখা গিয়েছে। কিন্তু এই ই-বার্গম্যান স্কুটারের থেকে নতুন স্কুটারের লুক ও ডিজাইন একেবারে আলাদা হতে চলেছে। ভারতের এই স্কুটারের সঙ্গে জাপানি মডেল ই-বার্গম্যানের কোনও মিলই থাকবে না। তবে সুজুকির এই প্রথম ই-স্কুটারের কী না দেয় সংস্থা তা দেখার অপেক্ষায়। সুজুকি অ্যাক্সেস এবং বার্গম্যানের মধ্যে সামঞ্জস্য থাকতে পারে এই স্কুটারের ডিজাইনে।
ভারতের বাজারে দিনে দিনে বৈদ্যুতিন স্কুটারের চাহিদা বাড়ছে। বহু টু-হুইলার সংস্থা তাদের নতুন নতুন ইভি গাড়ি নিয়ে আসছে বাজারে। ওলা, অ্যাথারের মত বহু কোম্পানি ই-স্কুটার নিয়ে আসছে বাজারে। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে সুজুকি আনছে তাদের প্রথম ই-স্কুটার। ফলে এই নতুন মডেল নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যেও উৎসাহ চরমে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Stock Market High: ফের দৌড় শুরু বাজারে, এবার ৯০ হাজার ছোঁবে সেনসেক্স- কোন কোন স্টকে দুরন্ত গতি ?
Car loan Information:
Calculate Car Loan EMI