Tata Blackbird SUV: দেশে মাঝারি আকারের এসইউভি বিভাগে এবার হুন্ডাই ক্রেটার একাধিপত্য ভাঙতে পারে। শীঘ্রই ক্রেটার প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছে টাটা মোটরস। কোম্পানির এই নতুন মডেলের নাম দেওয়া হয়েছে টাটা ব্ল্যাকবার্ডস। অটো সাইটগুলির কথা সত্যি হলে, মাঝারি আকারের প্রমিয়াম এসইউভি হতে চলেছে এই 'ব্ল্যাক বার্ড'।
Tata Blackbird: ক্রেটা ও সেলটস রয়েছে এই বিভাগে
দেশে মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে প্রচুর গাড়ি বিক্রি হয়। এই সেগমেন্টে হুন্ডাই ক্রেটার আধিপত্য দীর্ঘদিন ধরে অক্ষুণ্ণ রয়েছে। এই সেগমেন্টে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হল Kia Seltos৷ বাকি মাঝারি আকারের SUV সেগমেন্টে অন্য কোনও শক্তিশালী বিকল্প নেই বললেই চলে। তবে শীঘ্রই টাটা মোটরসও এই বিভাগে পা রাখতে চলেছে। বর্তমানে Tata Nexon ও Harrier আছে যথাক্রমে সাব 4 মিটার ও 4.6 মিটার বিভাগের গাড়ি। আসন্ন নতুন এসইউভি এই দুইয়ের মধ্যেই থাকবে। অর্থাৎ শীঘ্রই টাটার গাড়ি কঠিন প্রতিযোগিতা দিতে পারে Creta ও Seltos-কে।
Tata Blackbird SUV: নাম কী হবে ?
মিডিয়া রিপোর্ট অনুসারে, আসন্ন নতুন SUVটি নেক্সনের উপর ভিত্তি করে তৈরি করা হবে। তবে এর দৈর্ঘ্য নেক্সনের চেয়ে বেশি হবে। 4.3 মিটার দৈর্ঘ্য হবে এই গাড়ির। কোম্পানি এই নতুন গাড়ির নাম দিতে পারে ব্ল্যাকবার্ড। তবে এই নাম এখনও চূড়ান্ত নয়, এতে পরিবর্তন সম্ভব।
Tata Blackbird SUV : বিশেষত্ব কী থাকছে গাড়িতে ?
আসন্ন Blackbird SUV কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি Nexon-এর X1 প্ল্যাটফর্মে তৈরি করা হতে পারে। কিন্তু এর আকার বড় হবে । যে কারণে এটি আরও বেশি জায়গা ও আরও বেশি বুট স্পেস পেতে চলেছে । এর ডিজাইন নতুন হতে পারে। এর সামনের ও পিছনের চেহারায় একটা বিশেষত্ব রয়েছে।
Tata Blackbird SUV: ইঞ্জিন কেমন হবে গাড়ির ?
এই গাড়িতে একটি নতুন 1.5-লিটার পেট্রল ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে। যা নেক্সনে পাওয়া 1.2-লিটার রেভোট্রন ইঞ্জিনের চেয়ে বড় ও শক্তিশালী হবে। এই ইঞ্জিনটি 160 hp শক্তি উৎপাদন করবে। এছাড়াও ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প এতে পাওয়া যাবে। এই গাড়ির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য প্রায় 11 লক্ষ টাকা হতে পারে।
প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রেটার সঙ্গে
আসন্ন ব্ল্যাকবার্ড ভারতের বাজারে হুন্ডাই ক্রেটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গাড়িটি তিনটি ইঞ্জিন বিকল্পে পাওয়া যাবে বলে খবর। যার মধ্যে রয়েছে 1.5-লিটার MPI পেট্রোল ইঞ্জিন, 1.5-লিটার U2 CRDi ডিজেল ইঞ্জিন ও 1.4-লিটার Kappa Turbo GDi পেট্রল, যা 113bhp ও 143.8Nm, 113bhp ও যথাক্রমে 250 Nm ও 138 Bhp এর আউটপুট উৎপন্ন করবে। এই গাড়িটি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশন বিকল্পে পাওয়া যাবে।
Car loan Information:
Calculate Car Loan EMI