Tata Motors: এই বছর টাটা মোটরসের বেশ কিছু গাড়ি ভারতের বাজারে আসতে চলেছে। এদের মধ্যে বৈদ্যুতিন গাড়ির কিছু মডেলও রয়েছে। আর টাটার (Tata Motors) বৈদ্যুতিন গাড়িগুলির মধ্যে অন্যতম হল টাটা কার্ভ। এই গাড়িটি নিয়ে বহুদিন ধরেই কথা চলছে, চলছে চর্চাও। আর এবারে বাজারে গাড়ি লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এল লুক। জানা গিয়েছে বাজারে প্রথমে টাটা কার্ভের (Tata Curvv EV) ইভি ভার্সন লঞ্চ হবে, তারপর এর পেট্রোল বা ডিজেল পাওয়ারট্রেন আসবে। কেমন হবে দেখতে এই গাড়ির মডেল, এবারে জানতে পারবেন গাড়িপ্রেমীরা। লুকেই বাজিমাত করেছে টাটা কার্ভ ইভি।
এই বছরের শুরুর দিকে ভারত মোবিলিটি এক্সপোতে প্রথম টাটা কার্ভের ডিজেল ভ্যারিয়ান্টের লুক প্রকাশ্যে এসেছিল। ইভির কনসেপ্ট সেই সময় দেখানো হয়েছিল প্রদর্শনীতে। এবারে সেই টাটা কার্ভের ইভি ভার্সনের টিজার এল প্রকাশ্যে। টিজার যখন প্রকাশ্যে এসেছে, তখন এই গাড়ি যে খুব শীঘ্রই বাজারে আসবে তা ধরেই নেওয়া যায়। পুজোর সময়েই এই গাড়ি ভারতের বাজারে আসতে পারে।
টাটা কার্ভের দৈর্ঘ্য ৪৩০৮ মিমি, নেক্সনের থেকেও আকারে খানিক বড় এই গাড়ি। তবে টাটার হ্যারিয়ার মডেলের থেকে আকারে খানিক ছোট। বাজারে টাটা কার্ভের ইভি লঞ্চ হওয়ার পরে আসবে টাটার হ্যারিয়ার মডেলটি। কার্ভ ইভির ডিজাইন কিন্তু কার্ভের ICE মডেলের থেকে অনেকটাই আলাদা হবে। এতে থাকবে এয়ারো অপটিমাইজড ডিটেইলিং এবং আলাদা আলাদা হুইল। আর চাকার কথা বলতে গেলে টাটা কার্ভ ইভিতে ১৮ ইঞ্চির হুইল থাকবে। ডিটেইলিংয়ের মধ্যে থাকবে ফ্লাশ ডোর হ্যান্ডল। টাটা কার্ভ ইভির ডিজাইন কনসেপ্টের মতই অনেকটা রাখা হয়েছে। এতে এসেছে কুপের মত এসইউভির চেহারা, তবে ের ফ্রন্ট এন্ড একেবারে টাটা কার্ভের সিগনেচার লুক নিয়ে এসেছে।
পাঞ্চ ইভির মতই টাটা কার্ভ ইভিতেও আছে acti.ev আর্কিটেকচার। বাজারে লঞ্চ হলে এই কার্ভ ইভি মডেলটি MG-র ZS ইভির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে। এমনকী হুন্ডাইয়ের ক্রেটা ইভিকেও জোর টেক্কা দেবে এই গাড়িটি। মারুতি সুজুকির প্রথম ইভি হতে চলেছে হুন্ডাই ক্রেটা ইভি। আবার evX মডেলের সঙ্গে প্রতিযোগিতায় নামবে টাটা কার্ভ ইভি।
আশা করা হচ্ছে টাটার নেক্সন ইভির থেকে এর দাম অনেকটাই বেশি হবে। দেশের সমস্ত নতুন ইভি শো-রুমেও এই গাড়িটি পাওয়া যাবে। ইভির দুনিয়ায় এখন ভারতের বাজারে মার্কেট শেয়ার সবথেকে বেশি আছে টাটা মোটরসের। এই নতুন ইভি এলে তা টাটার ইভির বিক্রি আরও খানিক বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।
Tata Motors: টাটার এই গাড়িগুলিতে ৯০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে, কতদিন পাবেন এই সুযোগ ?
Car loan Information:
Calculate Car Loan EMI