Tata Car Discount: মাঝে মাঝেই ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলি গাড়ির বিভিন্ন মডেলে ছাড় ঘোষণা করেন। এর আগে মার্চ মাসেও কিছু কিছু গাড়ি নির্মাতা সংস্থা বিপুল ছাড় ঘোষণা করেছিলেন তাঁদের গাড়ির মডেলে। এবারে ছাড় দিচ্ছে টাটা মোটরস। সারা দেশে এখন সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে আছে টাটা পাঞ্চ। আর এই গাড়ির (Tata Motors) জনপ্রিয়তাও এখন তুঙ্গে। এবার টাটা মোটরস তাঁদের বেশ কিছু মডেলে বিপুল ছাড় ঘোষণা করল। এই ছাড় থাকবে মে মাস পর্যন্ত। এই ছাড়ে ৬০ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়ে যাবে গাড়ির দাম। দেখে নিন টাটা মোটরসের কোন মডেলে কত ছাড় পাওয়া যাবে।
টাটা টিয়াগো
এন্ট্রি লেভেলের এই টাটার মডেলে (Tata Motors) সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে গাড়ির XT, XZ এই ভ্যারিয়্যান্টগুলির জন্যেই উপলব্ধ হবে এই ছাড়। এর মধ্যে রয়েছে ৪৫ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫০০০ টাকার কর্পোরেট বেনিফিট রয়েছে। অন্যদিকে টাটা টিয়াগোর সিএনজি ভার্সনে ২৫ হাজার টাকা এবং পেট্রোল ভার্সনে ৩৫ হাজার টাকা ছাড় মিলবে বলে জানা গিয়েছে।
টাটা টিগর
XZ+ ও XM ভ্যারিয়্যান্টগুলির জন্য টাটা টিগরের মডেলে (Tata Motors) পাওয়া যাবে ৫৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। এর মধ্যে ৪০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৫০০০ টাকার কর্পোরেট বেনিফিট অন্তর্ভুক্ত আছে। টাটা টিগরের অন্য ভার্সনগুলিতেও ছাড় মিলবে। কিন্তু সিএনজি মডেলের ক্ষেত্রে কোনও ছাড় পাওয়া যাবে না।
টাটা অ্যালট্রোজ
এই মাসে টাটার এই মডেল (Tata Motors) কিনলে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অ্যালট্রোজের সিএনজি ভার্সন কিনলে আপনি পাবেন ৩৫ হাজার টাকার ছাড়। এক্ষেত্রে নগদ ছাড় পাওয়া যাবে ২০ হাজার টাকার।
টাটা নেক্সন
টাটার এই মডেলটিও ভারতের বাজারে বেশ জনপ্রিয়। ছাড়ের তালিকাতেও বাদ নেই টাটা নেক্সন। টাটা নেক্সনের অনেকগুলি ভার্সন আছে। এর মধ্যে টাটা নেক্সনের ডিজেল ভার্সনগুলিতে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর এই একই গাড়ির পেট্রোল ভার্সনে ছাড় মিলবে ১০ হাজার টাকার। এর মধ্যে আবার ৫০০০ টাকার কর্পোরেট বেনিফিটের সুবিধাও মিলবে।
আরও পড়ুন: Maruti Swift 2024: ফিচার্সে ঠাসা নতুন সুইফটের মডেল, দামে কতটা সাশ্রয়ী ? চালিয়েই বা কেমন আরাম ?
Car loan Information:
Calculate Car Loan EMI