Tata Punch: সময়ের সঙ্গে সঙ্গে ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বেড়েছে। বৈদ্যুতিন গাড়ি কেনার ক্ষেত্রেও সরকারের তরফে বহু সুবিধে (Car Discount) পাওয়া যাচ্ছে। আর এই ধরনের গাড়ির বিক্রি বাড়াতে দারুণ সব ছাড়ের (Tata Punch) সুযোগ দেওয়া হয় নানা সময়। একইভাবে টাটা তার বেশ কিছু বৈদ্যুতিন গাড়িতে ৮৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এক্স শোরুম দামের উপরে। এই ছাড়ের মধ্যে টাটার অত্যন্ত জনপ্রিয় এসইউভিগুলিও রয়েছে।

টাটা নেক্সনেও বড় ছাড়

টাটা মোটরস সংস্থার একটি গাড়িতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। টাটার নেক্সন ইভিতে মিলবে এই ছাড়। মূলত স্টক ক্লিয়ারেন্সের জন্যই এই ছাড় পাওয়া যাচ্ছে টাটার মোটরসের তরফে। তথ্য অনুসারে, পুজোর মরশুমে বৈদ্যুতিন গাড়ির প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণে মডেলের একটা বিশাল অংশ যা এখনও বিক্রি হয়নি, সেই স্টক খালি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 

টাটার গাড়িতে ডিসকাউন্ট অফার

এই জানুয়ারি মাসে টাটার বৈদ্যুতিন গাড়ি টাটা পাঞ্চ ও টাটা টিয়াগো ইভির MY2024 এবং MY2025 মডেলগুলিতে ছাড়ের সুবিধে দেওয়া হচ্ছে। এই গাড়িগুলিতে যে ছাড় মিলছে তা একেকটি ভ্যারিয়ান্টে একেক রকম। টিয়াগো ইভিতে ৮৫ হাজার টাকা এবং টাটা পাঞ্চ ইভিতে ৭০ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

টাটা পাঞ্চ ইভিতে ছাড়

টাটা পাঞ্চ ইভির MY2024 মডেলের স্মার্ট এবং স্মার্ট প্লাস ভ্যারিয়ান্টে ৪০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। বাকি ৩.৩ কিলোওয়াট এম আর ভ্যারিয়ান্টে ৫০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই বৈদ্যুতিন গাড়ির ৩.৩ কিলোওয়াট এল আর ভ্যারিয়ান্টে ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে এবং ৭.২ কিলোওয়াটের ফাস্ট চার্জিং এল আর ভ্যারিয়ান্টে ৭০ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

টাটা টিয়াগো ইভিতে কী ফিচার্স

টাটা টিয়াগো ইভির ৩.৩ কিলোওয়াট এক্স ই ভ্যারিয়ান্টে ৫০ হাজার টাকার ছাড়ের সুযোগ পাওয়া যাচ্ছে। এই গাড়ির দাম ৮.৫৭ লক্ষ টাকা। এই গাড়ির ৩.৩ কিলোওয়াট এক্সটি এমআর ভ্যারিয়ান্টের দাম ৯.৬১ লক্ষ টাকা। এই ভ্যারিয়ান্টে ৭০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। টিয়াগো ইভির ৩.৩ কিলোওয়াট এক্সটি এল আর ভ্যারিয়ান্ট কিনলে ৮৫ হাজার টাকা সাশ্রয় হবে আপনার। আর অন্যদিকে ৩.৩ কিলোওয়াটের এক্সজেড প্লাস ও এক্সজেড প্লাস টেক লাক্স ভ্যারিয়ান্টে ৬০ হাজার টাকার সুবিধে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Electricity Bill: বিদ্যুতের বিল এসেছে ২১০ কোটি টাকা ! মাথায় হাত এই ব্যবসায়ীর; কী ঘটেছে ?


Car loan Information:

Calculate Car Loan EMI