সোমনাথ চট্টোপাধ্যায়: বাজারে এসে গেল টাটা পাঞ্চের (Tata Punch EV) নতুন ইভি। ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় সাড়া ফেলবে এই মডেলের গাড়ি। নেক্সন ইভির পরেই টাটার এই মডেল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। ইভির আর্কিটেকচারের দিক থেকেই টাটার এটাই প্রথম ইভি প্রোডাক্ট ধরা যায়।
কত দাম ?
টাটা পাঞ্চ ইভির দাম শুরু হচ্ছে ১০.৯৯ লক্ষ টাকা থেকে এবং টপ এন্ড এলআর ভার্সনের জন্য এর দাম পড়বে ১৪.৪ লক্ষ টাকা।
ব্যাটারি প্যাক ও মোটর
এই গাড়িতে রয়েছে দুটি ব্যাটারি প্যাক যার মধ্যে একটি ২৫ কিলোওয়াট আওয়ার ভার্সন যার রেঞ্জ ৩১৫ কিমি এবং অন্যটি ৩৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যার রেঞ্জ ৪২১ কিমি। রেঞ্জ দুই ক্ষেত্রেই MIDC ক্যাটাগরির। এই গাড়ির মোটরও আবার দুই ধরনের বিকল্পে পাওয়া যাবে। 60kW Permanent Magnet Synchronous AC Motor যেখানে 114Nm টর্ক এবং 90kW Permanent Magnet Synchronous AC Motor যেখানে 190Nm টর্ক উৎপন্ন হয়।
গতিবেগ
গতির দিক থেকেও ছুট লাগাবে টাটা পাঞ্চ (Tata Punch EV)। মাত্র ৯.৫ সেকেন্ডের মধ্যে এই গাড়িতে প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে যেখানে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিমি প্রতি ঘণ্টায়। এর ব্যাটারি প্যাকে ৮ বছরের ওয়্যার্যান্টি রয়েছে, অন্যদিকে বলা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার কিলোমিটার পথও পাড়ি দিতে পারবে অনায়াসেই। 3.3kW এবং 7.2 kW AC ফাস্ট চার্জারের সুবিধে রয়েছে এই ইভি মডেলে। তাছাড়া ডিসি ফাস্ট চার্জিং ব্যবস্থার মাধ্যমেও ৫৬ মিনিটের মধ্যেই ১০ থেকে ৮০ শতাংশ চার্জ দেওয়া সম্ভব টাটা পাঞ্চ ইভিতে।
নতুন নেক্সন ইভির মত অনেকক্ষেত্রেই টাটা পাঞ্চ ইভির মডেলের ডিজাইন মিলে গিয়েছে। অনেকটা একইরকম স্টাইল। একটা লাইট বার, ইন্ডিকেটরও রয়েছে এই মডেলে আর তার সঙ্গে যথাযথ স্টোরেজ স্পেস বাড়তি পাওনা।
ইন্টিরিয়র
ইন্টিরিয়র বদলে গিয়েছে পুরোপুরি। এসে গেছে দুটি বড় বড় টাচস্ক্রিন। ২৬ সেমি হাই-ডেফিনিশন ইনফোটেইনমেন্ট সিস্টেমএর সঙ্গে থাকছে HARMAN ডিসপ্লে। গাড়ির চাকার দুটো স্পোকের মাঝখানে আলো-জ্বলা লোগো দেখা যাবে। নতুন নেক্সন ইভির মতই এই ডিজাইনটি।
অন্যান্য ফিচার্স
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে প্লাস এবং Arcade.ev অ্যাপ স্যুট। বিশেষ আকর্ষণ বলতে ভেন্টিলেটেড লেদারেড সিট, ইলেকট্রিক সানরুফ, এয়ার পিউরিফায়ার যাতে AQI ডিসপ্লেও রয়েছে। প্যাডেল শিফটার রয়েছে ইভি পাঞ্চে যা ৪ লেভেলের মাল্টিমোড রিজেনারেশন ব্যবস্থা সম্পন্ন।
আরও পড়ুন: E-Bike: একেবারে 'ট্রান্সপারেন্ট', একবার চার্জে ছুটবে ১৫০ কিমি! কিনবেন নাকি এই ই-বাইক ?
Car loan Information:
Calculate Car Loan EMI