Tesla Car: আর কিছুদিনের মধ্যেই ভারতে চলে আসবে এলন মাস্কের সংস্থা টেসলার গাড়ি। ভারতের বুকে নির্মিত হবে টেসলার গাড়ি। আর টেসলার (Tesla in India) এই গাড়িকে নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে রয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। টেসলা তাদের গাড়ির প্রথম শোরুম কোথায় হবে তাও ঠিক করে নিয়েছে। এই শোরুমের মাসিক ভাড়া (Tesla Showroom) জানলে আপনার চোখ কপালে উঠবে।
সূত্র অনুসারে, টেসলা ভারতে তাদের প্রথম শোরুম খুলতে চলেছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি এলাকায়। এই শোরুমের ভাড়া পড়বে মাসিক ৩৫ লক্ষ টাকা। ৩ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠবে টেসলার এই গাড়ির শোরুম। মেকার ম্যাক্সিটির এক তলাতেই এই শোরুম তৈরি করতে চলেছে টেসলা সংস্থা। এই শোরুমে নিজের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে। দেশের মধ্যে এখন সবথেকে দামী বাণিজ্যিক রিয়েল এস্টেট হাব রয়েছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে।
দিল্লিতে কোথায় শোরুম খুলবে টেসলা
টেসলা যে শুধু মুম্বইতেই তাদের শোরুম খুলবে তা নয়, ভারতের রাজধানী দিল্লিতেও একটি শোরুম খোলা হবে টেসলা সংস্থার পক্ষ থেকে। এমনকী মুম্বইয়ের শোরুমের থেকেও বড় আয়তনের শোরুম খোলা হবে দিল্লিতে, এমনটাই জানা গিয়েছে। টেসলা দিল্লিতে ৪ হাজার বর্গফুট এলাকার একটি শোরুম খুলতে চলেছে। এই শোরুমের ভাড়া রয়েছে ২৫ লক্ষ টাকা প্রতি মাসে। দিল্লির বিমানবন্দরের কাছে ব্রুকফিল্ড প্রপার্টির অন্তর্গত এয়ারোসিটি এরিয়াতে এই শোরুম খোলা হবে বলে জানা গিয়েছে।
ভারতে টেসলা গাড়ির দাম কত হতে চলেছে
বর্তমানে টেসলার সবথেকে সস্তার গাড়ির মডেল আমেরিকার বাজারে দাম পড়ে ৩৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ৩০.৪ লক্ষ টাকা এবং এই দাম শুধু ফ্যাক্টরি লেভেলে। ভারত সরকার যদি টেসলার গাড়ির ইমপোর্ট ডিউটি ১৫-২০ শতাংশ কমিয়েও দেয়, তাহলেও রোড ট্যাক্স, ইনসিওরেন্স মিলিয়ে এই গাড়ির অন রোড দাম দাঁড়াবে ৪০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা।
ব্রোকারেজ ফার্ম সিএলএসএর মতে, টেসলার বৈদ্যুতিন গাড়ির দাম ভারতে হতে পারে ৩৫-৪০ লক্ষ টাকা। সরকার যদি ইমপোর্ট ডিউটি, কাস্টম ডিউটি ২০ শতাংশ কমিয়েও দেয়, তাহলেও এই দাম থাকবে। খুব একটা বদল কিছু হবে না।
আরও পড়ুন: Inflation Calculator: ৫০ লাখ টাকা জমানো আছে ? ঠিক ৫ বছর পর কত হবে এই টাকার মূল্য ? জানলে অবাক হবেন
Car loan Information:
Calculate Car Loan EMI