Bike News: বাইক কিনবেন ভাবছেন, কিন্তু বাজেট খুবই কম ? মাত্র এক লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই অত্যাধুনিক বাইকগুলি। এখন যা দিনকাল তাতে অফিস যাতায়াতের জন্য বাইক না হলে চলে না। তবে বাইক কেনার ক্ষেত্রে অনেকেরই অনেকরকম চাহিদা (Bikes Under 1 Lakh) রয়েছে। কেউ খোঁজেন প্রিমিয়াম বাইক, কেউ আবার সস্তার বাইক। তবে সস্তায় বাইক খুঁজলে এই ৫ বাইক আপনার পছন্দ হতেই পারে।


Hero Splendor


হিরো স্প্লেন্ডারকে বলা যেতে পারে মাইলেজ কিং। ৯.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ৫ স্টেপের অ্যাডজাস্টেবল হাইড্রলিক শক অ্যাবসর্বার, এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই হিরো স্প্লেন্ডারে। টেলিস্কোপিক হাইড্রলিক সাসপেনশন, ড্রাম ব্রেক, মাল্টিপল ওয়েট টাইপ ক্লাচ এই বাইকের অন্যতম ফিচার্স। বাইকের (Bikes Under 1 Lakh) দাম শুরু হচ্ছে ৭৫১৪১ টাকা থেকে। তিনটি মূল ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে এই বাইক যার অন্যান্য ভার্সনের দাম যথাক্রমে ৭৭৯৮৬ টাকা এবং ৭৬৪৮৬ টাকা।


Hero HF Deluxe


৯৭.২ সিসি সিঙ্গল সিলিন্ডারের এই বাইকের গ্রাফিক্স এবং লুকস খুবই আকর্ষণীয়। মাইলেজের কথা ভাবতেই হবে না। এই গাড়িতে প্রতি লিটারে ৬৫ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে। এই গাড়ির দাম ৫৯,৯৯৮ টাকা থেকে, সর্বোচ্চ দাম ৬৭,২৬৮ টাকা।


Honda Shine


হোন্ডার ১২৫ সিসির এই বাইক (Bikes Under 1 Lakh) কলকাতায় পাওয়া যাবে ৭৯৮০০ টাকা থেকে। ডিস্ক ব্রেকের ভ্যারিয়ান্ট পাওয়া যাবে ৮৩৮০০ টাকায়। এর মাইলেজ প্রায় ৬৫ কিমির আশেপাশে। মূলত হিরো স্প্লেন্ডারকে পাল্লা দিতেই হোন্ডা এনেছে এই অত্যাধুনিক বাইক।


Bajaj Pulsar 125


১২৫ সিসির গাড়ির ক্যাটাগরিতে বাজাজের এই মডেলটিও কিছু কম যায় না। ৮৯,৯৮৪ টাকায় পাওয়া যাবে এই গাড়িটি। এর মাইলেজও একই। তবে এতে সাসপেনশনে নাইট্রক্স শক অ্যাবসর্বার রয়েছে এই গাড়িতে। টিউবলেস টায়ারও রয়েছে। কার্বন ফাইবার এবং নিয়ন সিঙ্গল সিট এই দুটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাজাজ পালসার ১২৫।


Bajaj Platina 100


সবশেষে বলতেই হয় বাজাজ প্লাটিনার কথা। এত সস্তায় এত ভাল বাইক আর কোথায় পাবেন আপনি। ১০২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই গাড়িতে, যেখানে ৮.৩০ এনএম টর্ক তৈরি করে। মাইলেজ এই গাড়িতে ৬৫ কিলোমিটার প্রতি লিটারে পাওয়া যাবে। মাত্র ৬৫,৯৪৩ টাকাতেই ঘরে আনতে পারবেন এই গাড়ি।


আরও পড়ুন: Okaya EV: দুর্দান্ত অফার, ১৮০০০ টাকা ছাড়ে মিলছে এই ইলেকট্রিক স্কুটার- কিনবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI