Suzuki Bikes Summer Offer: সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া তাদের বাইকের জন্য এই গরমে দারুণ অফার নিয়ে এসেছে। শুধু বাইক নয়, সুজুকির স্কুটারেও এই গরমে মিলছে দারুণ ছাড়ের সুযোগ। এই মরশুমে সুজুকির বাইক স্কুটার (Suzuki Bikes) কিনলে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস, ফ্রি ওয়ার‍্যান্টি সংস্থার তরফ থেকে দেওয়া হবে গ্রাহকদের। সংস্থার জনপ্রিয় টু-হুইলার মডেল অ্যাক্সেস ১২৫, অ্যাভেনিস বার্গম্যান স্ট্রিট, গিক্সার এসএফ, ভি-স্টর্ম এসএক্স। খুবই সীমিত সময়ের (Bike Offer) জন্য এই অফার দেওয়া হচ্ছে। ডিলারশিপ ও স্টকের উপরে এই অফারের প্রাপ্যতা নির্ভর করছে।

কী কী মিলছে এই সামার অফারে

এই সামার অফারে গ্রাহকরা অনেক ধরনের সুবিধে পাবেন সুজুকি ইন্ডিয়ার তরফ থেকে। প্রথমেই আপনি যদি আপনার কোনও পুরনো বাইক এক্সচেঞ্জ করে নতুন সুজুকির বাইক কেনেন, তাহলে ৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। আর এর মাধ্যমেই নতুন সুজুকির বাইকটির দাম অনেকটাই কমে যাবে। এছাড়া এই অফারে আপনাকে দেওয়া হবে ১০ বছরের বিনামূল্যের ওয়্যারান্টি, আর এর মধ্যে রয়েছে ২ বছরের স্ট্যান্ডার্ড ওয়ার‍্যান্টি এবং বাকি ৮ বছরের এক্সটেন্ডেড ওয়ার‍্যান্টি। এর ফলে আপনার টু-হুইলারের মেনটেন্যান্স নিয়ে সব চিন্তাই দূর হয়ে গেল।

গ্রাহকরা আবার অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অফার পাবেন যদি তারা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই বাইক বা স্কুটার কেনেন। সর্বোচ্চ ৫ হাজার টাকার ছাড় মিলতে পারে এভাবে। সংস্থা আবার এর মধ্যে ১০০ শতাংশ ফিনান্স ফেসিলিটির সুবিধে দিচ্ছে। ফলে গ্রাহককে কোনও এককালীন টাকা না দিয়েই সহজ কিস্তিতে এই বাইক ঘরে নিয়ে যাওয়ার সুবিধে রয়েছে।

কোন কোন মডেলে মিলছে এই সুবিধে

Suzuki Access 125 – সুজুকির এই ভরসাযোগ্য স্কুটার আপনি পেয়ে যাবেন প্রাথমিক এক্স শোরুম দাম ৮৩,৮০০ টাকায়। ৩টি ভ্যারিয়ান্ট এবং ৫টি রঙের বিকল্পে এই স্কুটার আপনি পেয়ে যাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি এবং দারুণ মাইলেজ পাবেন এই সুজুকি অ্যাক্সেসে।

Suzuki Avenis – সুজুকির এই স্কুটারটি আবার একটি স্টাইলিশ পারফর্মার স্কুটার। এর দাম শুরু হচ্ছে ৯৩,২০০ টাকা এবং এর স্পেশাল এডিশনের দাম রয়েছে ৯৪,০০০ টাকা। এই স্কুটারে রয়েছে ১২৪.৩ সিসির ইঞ্জিন যাতে কিনা ৮.৫ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Suzuki Bergman Street – সুজুকির এই বাইকেও মিলছে ছাড়ের সুযোগ। ৯৬,৩৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই বাইকের দাম। ১২৪.৩ সিসির প্রিমিয়াম লুকিং ইঞ্জিন সহ আরও অজস্র দারুণ ফিচার্সে বাজারে এসেছে এই বাইকটি।

Suzuki Gixxer SF – স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য এই সুজুকি গিক্সার এসএফ বাইকটি খুবই পছন্দের। এই বাইকের দাম শুরু হচ্ছে ১.৪৭ লক্ষ টাকা থেকে। ১৫৫ সিসি ও ২০৫ সিসি এই দুইটি ইঞ্জিনের বিকল্প রয়েছে এই বাইকে। ৫ স্পিড ও ৬ স্পিডের গিয়ারবক্স রয়েছে এই বাইকে যা আপনাকে একটি অনবদ্য অভিজ্ঞতা এনে দেবে।

Suzuki V-Storm SX – অ্যাডভেঞ্চার বাইকের জন্য এই সুজুকি ভি স্টর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইক বলা চলে। ২.১৬ লক্ষ টাকা থেকে এই বাইকের দাম শুরু হচ্ছে। ২৫০ সিসির ইঞ্জিন রয়েছে এই বাইকে। এসওসিএস প্রযুক্তি রয়েছে বাইকটিতে, ডুয়াল পারপাস টায়ার, আপ-রাইট রাইডিং পজিশন এই বাইকের অন্যতম ফিচার্সের মধ্যে পড়ে।


Car loan Information:

Calculate Car Loan EMI