Tax Refund: ২০২০-২১ অর্থবর্ষের রিফান্ডের টাকা এখনও পাননি করদাতারা। তবে এবার আর অপেক্ষা করতে হবে না করদাতাদের। তিন বছর আগের রিফান্ডের টাকা এবার মিলবে খুব সহজেই। ২০২৪ সালের এপ্রিল মাসেই ঢুকে যাবে এই টাকা। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) তরফ থেকে জানানো হয়েছে যাতে করদাতারা (Income Tax Refund) নিয়মিতভাবে তাঁদের ইমেল চেক করেন, সেই ইমেলেই পাঠানো হবে আয়কর বিভাগের ইন্টিমেশন নোটিশ।


সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফ থেকে জানানো হয়েছে যে করদাতাদের আয়কর বিভাগের থেকে যে ইমেল পাঠানো হবে তাঁর মধ্যেই থাকবে রিফান্ডের (Income Tax Refund) সমস্ত তথ্য। করদাতাদের যদি কিছু রিফান্ড প্রাপ্য থেকে থাকে, তবে তা সেই ইমেলেই উল্লেখ করা হবে এবং সঠিক পদ্ধতি মেনে সেই রিফান্ডের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই রিফান্ড পাবেন করদাতারা।


১৯৬১ সালের আয়কর আইনের ১৪৩ (১) ধারার অনুসারে আয়কর বিভাগ এই ইন্টিমেশন নোটিশ পাঠাবে করদাতাদের। এই নোটিশের মাধ্যমেই বোঝা যাবে যে করদাতা যে আয়কর ফাইল জমা করেছেন সেটির প্রসেসিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আর তারপরেই রিফান্ড প্রাপ্য হলে সেই টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।


একটি বিবৃতি জারি করে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, 'আমাদের নজরে এসেছে যে কিছু প্রযুক্তিগত কারণে কিংবা অন্য কোনও কারণের জন্য বেশ কিছু করদাতার ২০২০-২১ অর্থবর্ষের রিফান্ড (Income Tax Refund) এখনও বাকি আছে পাঠানো। তাঁরা সম্ভবত সঠিকভাবে আয়কর জমা করেছিলেন, কিন্তু ১৪৩ ধারার ১ নং উপধারার অধীনে তা এখনও প্রসেস করা হয়ে ওঠেনি। আর সেই কারণেই করদাতারা তাঁদের রিফান্ড এখনও পাননি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই রিফান্ড পেয়ে যাবেন করদাতারা।'


এর আগে সম্প্রতি আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে সমস্ত করদাতারা আয়কর জমা করার সময় রিটার্ন ফাইলিংয়ে কিছু ভুলভ্রান্তি করে ফেলেছেন, তাঁদের আবার ৩১ মার্চের মধ্যেই সেই ভুল সংশোধন করে নিতে হবে। ভুল সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। আর এই ভুল সংশোধনের (ITR U) জন্য ই-রিটার্ন ফাইলিং পোর্টালে গিয়ে আপডেট রিটার্ন (Income Tax Refund) ফাইল অপশন বেছে নিতে হবে। এই ব্যাপারে সমস্ত করদাতাকেই মেসেজ ও ইমেলের মাধ্যমে সতর্কবার্তা জানানো হয়েছে।


আরও পড়ুন: ITR: শেষবারের মত সুযোগ দিল আয়কর দফতর, ITR-এ ভুল থাকলে শুধরে নিন এই দিনের মধ্যে