কলকাতা: ভারতের রাস্তাঘাটে এই ঘটনা প্রায়ই ঘটে যে রাস্তা দিয়ে ভালভাবে গাড়ি-বাইক চালালেও ট্রাফিক পুলিশের দৌরাত্ম্যে ভুল কারণে চালান কাটা হয় এবং সেই জরিমানা অকারণেই দিতে হয় চালককে। এমনকী কখনও আমাদের অজান্তেই চালান (Traffic Challan) কাটা হয়ে যায়। আপনার নামেও কি অকারণে কখনও কোনও ট্রাফিক পুলিশ চালান কেটেছে ? এই সমস্ত পরিস্থিতিতে মোটা টাকা জরিমানা দেওয়া থেকে বাঁচতে পারেন একটি উপায়ে। দেখুন সেই পদ্ধতি।


এখানে মূলত লোক আদালতের (Lok Adalat) কথা বলা হচ্ছে যার মাধ্যমে এই চালান থেকে বাঁচতে পারেন আপনি। পুরনো মামলা, স্থগিত হওয়া মামলা এবং ঝামেলা-ঝঞ্ঝাট সবই লোক আদালতে মিটিয়ে ফেলা হয়। ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির (National Legal Service Authority) মাধ্যমে এই লোক আদালতের (Traffic Challan) শুনানির দিন ঘোষণা করা হয়। এর মধ্যে ফের শুনানি হবে আগামী ১৪ সেপ্টেম্বর। আর এই সময় এই ট্রাফিক চালান সম্পর্কিত ব্যাপার মেটাতে আপনাকে আদালতে যেতে হবে। তবে তার আগে আপনাকে এই কাজগুলি করে রাখতে হবে।


সমস্ত নথি জমা করতে হবে


ট্রাফিক চালান সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত নথি আগে জমা করতে হবে আপনাকে। জাল সংক্রান্ত কোনও নোটিশ বা পুলিশের সঙ্গে বার্তালাপের প্রমাণ জমা করতে হবে।


হেল্পডেস্কে যোগাযোগ করতে হবে


লোক আদালতে রাখা হয়েছে এই ট্রাফিক (Traffic Challan) হেল্পডেস্ক। এখানে আপনাকে সাহায্য করবে আপনার মামলাটি কীভাবে সাজানো যেতে পারে আদালতে।


মামলার নিবন্ধন


লোক আদালতে এই মামলাটি (Traffic Challan) তুলতে গেলে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লাগবে। আর এর মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার গাড়ির সঙ্গে জড়িত সমস্ত পুরনো অমীমাংসিত চালানের ব্যাপারে।


অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে প্রথমে


অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লোক আদালতে আপনি যেতে পারবেন না। নির্ধারিত সময়ে আপনাকে আদালতে উপস্থিত হতে হবে।


ট্রাফিক আইন জানা এজন্য সবার আগে দরকার। রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে বেরোলে সাবধানতা অবলম্বন করা জরুরি। গাড়িতে বা বাইকে যেন আপনার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই সবসময় থাকে। তবে জেনে রাখা দরকার চালান কাটা হয়ে গেলে তার জরিমানার অঙ্ক লোক আদালতে গেলে সম্পূর্ণ মকুব হয় না সবসময়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rahul Gandhi Stocks: এক স্টকেই বিপুল লাভ রাহুল গাঁধীর, আয় বাড়ল বহুগুণ


Car loan Information:

Calculate Car Loan EMI