কলকাতা: অবশেষে ভারতে লঞ্চ হল টাটা কার্ভ (Tata Curvv)। টাটার এই কুপ স্টাইলড এসইউভি নিয়ে ভারতের বাজারে যথেষ্ট আগ্রহ ছিল গোড়া থেকেই। ভারতের বাজারে ইভি ভার্সনের জন্য tata curvv-এর দাম শুরু হচ্ছে  ১৭.৪৯ লক্ষ টাকা। ICE ভার্সনের দাম জানা যাবে সেপ্টেম্বরে।


tata harrier-এর নীচে এবং tata nexon-এর উপরে- এমনই এক জায়গায় রাখা হয়েছে Tata Curvv-কে। এটাই টাটা মোটর্সের প্রথম কুপ ডিজাইন SUV. ATLAS আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে টাটার এই গাড়ি। এর ফলে আরও ভাল হয়েছে প্যাকেজিং।   


গাড়ির যা আয়তন বা পরিমাপ- তা Hyundai Creta-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যেতে পারে। Tata Curvv-এর দৈর্ঘ্য ৪৩০৮ মিলিমিটার, চওড়া ১৮১০ মিলিমিটার। Tata Curvv-এর উচ্চতা ১৬৩০ মিলিমিটার এবং হুইলবেস ২৫৬০ মিলিমিটার। Tata Curvv-এর বৈদ্যুতিন বা ev ভার্সনে রয়েছে ৫০০ লিটারের বুটস্পেস এবং রয়েছে ফ্রাঙ্কও। যদিও ICE ভার্সনে শুধু বুটস্পেসই রয়েছে। Tata Curvv-এ রয়েছে Flush ডোর হ্যান্ডেল। Ev ভার্সন ও ICE ভার্সনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। রয়েছে রুফ টপ স্পয়লার এবং রয়েছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল।


তিনটি পাওয়ারট্রেইন রয়েছে এই tata curvv-এ। রয়েছে ডিজেল, টার্বো পেট্রোল এবং EV. পেট্রোলের ২টি পাওয়ারট্রেন রয়েছে- একটি Hyperion 1.2l টার্বো পেট্রোল ইঞ্জিন- তাতে রয়েছে ১২৫ bhp এবং ২২৫ Nm টর্ক। অন্যদিতে স্ট্যান্ডার্ড 1.2l turbo unit রয়েছে- যেখানে ১২০ bhp এবং ১৭০ Nm টর্ক- এমনই চলবে। এখানে যে গিয়ারবক্স অপশন রয়েছে- তাতে DCA dual clutch অটোমেটিকও থাকবে। রয়েছে  1.5l diesel ইঞ্জিনের ভার্সন। তাতেও ম্যানুয়ালের পাশাপাশি DCA অটোমেটিক অপশন রয়েছে।


Tata curvv-এর Ev ভার্সনে রয়েছে ২টি ব্যাটারি প্যাক। উপরের ভ্যারিয়েন্টে রয়েছে ৫৫kwh ব্যাটারি প্যাক, স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে ৪০.৫ Kwh ব্যাটারি প্যাক।  সংস্থার তরফে দাবি করা হয়েছে tata curvv-এর রেঞ্জ  হয়ে চলেছে ৫৮৫ কিলোমিটার। ২ ব্যাটারি প্যাক অপশনের ক্ষেত্রেই একটি ইলেকট্রিক মোটর থাকছে। 


tata curvv-এর ভিতরে রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্টরুমেন্ট ক্লাস্টার,পাওয়ার টেলগেট, প্য়ানোরামিক সানরুফ, রিক্লাইনিং রিয়ার সিট, পাওয়ার্ড ড্রাইভার সিট এবং ডুয়াল ভেন্টিলেটেড সিট এবং আরও অনেককিছু। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         


আরও পড়ুন: 'পাকিস্তান হয়ে গিয়েছে, বাংলাদেশ আর নাই', ভারতে পালিয়ে এসে আর কী বললেন আওয়ামি লিগ কর্মী?


 


Car loan Information:

Calculate Car Loan EMI