Viral News: ভারতের যে কোনো রাস্তায় দু-চাকার গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে হেলমেট পরাটা একান্ত জরুরি এবং হেলমেট না পরে রাস্তায় বাইক বা স্কুটার চালালে আপনার জরিমানা হতে পারে। আর হেলমেট পরলে একাধারে আপনি দুর্ঘটনার মুখে পড়লেও আপনার জীবন বেঁচে যাবে। আপনাকে নিরাপত্তা দেয়, সুরক্ষা দেয় এই হেলমেট (Traffic Challan)। এই নিয়ম লঙ্ঘন করলে ট্রাফিক পুলিশ আপনার বাইক বা স্কুটার আটকে চালান কাটতেই পারে। কিন্তু কখনও শুনেছেন হেলমেট পরে না হাঁটার জন্য আপনাকে জরিমানা করা হতে পারে ? অবাক হলেন ? কিন্তু এই ঘটনাই (Traffic Rules) ঘটেছে মধ্যপ্রদেশে। আর সমাজমাধ্যমে এই ঘটনা এখন তুমুল ভাইরাল। মধ্যপ্রদেশে এভাবেই একজন পথচারীকে হেলমেট না পরার অপরাধে চালান কেটে দেয় এক ট্রাফিক পুলিশ।

পথচারীকে চালান কেটেছে পুলিশ

মধ্যপ্রদেশের পান্না জেলায় পথচারী এক ব্যক্তিকে হেলমেট না পরার অপরাধে ৩০০ টাকা জরিমানা করেছে পুলিশ। আর এই ঘটনায় এই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে সেই অঞ্চলের পুলিশ সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই ট্রাফিক পুলিশকে দোষী সাব্যস্ত করে এর বিচার চান। দাবি করেন যে সেই পুলিশের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। পান্না জেলা থেকে ৪০ কিলোমিটার দূরে অজয়গড় থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। সুশীল কুমার শুক্লা নামের সেই মধ্যবয়স্ক ব্যক্তি তাঁর মেয়ের জন্মদিনে কিছু লোককে নিমন্ত্রণ করার জন্য যাচ্ছিলেন আর সেই সময় রাস্তাতেই তাঁর পথ আটকান সেই ট্রাফিক পুলিশ।

সুশীল কুমার শুক্লা জানিয়েছেন, তাঁকে বাধ্য করা হয় পুলিশের গাড়িতে উঠতে। তারপর তাঁকে অজয়গড় থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকে পুলিশি হেফাজতে রেখে দেওয়া হয় গরাদের ভিতর। মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের জন্য তাঁকে বাড়ি ফিরতেই হবে, যখন এই কথা সেই ব্যক্তি পুলিশকে জানান, আর তখন তাঁর নামে মামলা লেখার জন্য সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা কাছেই পার্কিং করা একটি গাড়ির নম্বর লিখে নেন এবং সেই ব্যক্তিকে হেলমেট না পরে বাইক চালানোর জন্য জরিমানা করেন। এই ঘটনায় হয়রানি হয়ে সুশীল শুক্লা পান্নায় যান এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ প্রশাসনকে তিরস্কার নেটিজেনদের

এই অভিযোগের উত্তরে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনা পর্যবেক্ষণ করা চলছে, এই তদন্তের ভার দেওয়া হয়েছে অজয়গড়ের সাব ডিভিশনাল পুলিশ অফিসার রাজীব সিং ভাদুরিয়ার উপরে। পুলিশ সুপার জানিয়েছেন যে প্রাথমিক তথ্য অসম্পূর্ণ রয়েছে, তবে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে তদন্তের ভিত্তিতে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হয়।

সমাজমাধ্যমে এই ঘটনার কথা ভাইরাল হতেই পুলিশ প্রশাসনের উপরে চড়াও হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'পুলিশের হাত শুধু দুর্বলের উপরেই ওঠে'। একজন লেখেন, যে পুলিশ অফিসার এই ধরনের ব্যক্তিকে চাকরি দিয়েছেন তারও কঠোর সাজা হওয়া উচিত। জনৈক নেটিজেন সমাজমাধ্যমে লেখেন, 'দেশজুড়ে খোলাখুলি লুঠতরাজ চলছে। মুদ্রাস্ফীতি আর ক্ষুধার জ্বালায় ভুগছে মানুষ, আর তারা রাস্তার মানুষের থেকেও টাকা কেড়ে নিচ্ছে'।

আরও পড়ুন: Mahindra Thar: মহিন্দ্রা থার নিয়ে রাস্তায় বেরোতেই ১ লাখেরও বেশি জরিমানা, কী করেছিলেন চালক ?


Car loan Information:

Calculate Car Loan EMI