Car Price Hike:  দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরস এবার তাদের বেশ কিছু গাড়ির দাম বাড়াতে চলেছে। আগামী বছরের শুরু থেকেই এই দাম বাড়তে চলেছে বলে জানিয়েছে সংস্থা। ১ জানুয়ারি ২০২৫ থেকেই কার্যকর হবে বর্ধিত দাম (Tata Motors Price Hike)। তবে যাত্রীবাহী গাড়ি হিসেবে বাস এবং পণ্যবাহী গাড়ি হিসেবে ট্রাকের দামই কেবল ২ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস (Tata Motors)। অন্য কোনো গাড়ির দামে কোনো বদল হচ্ছে না, আগামী বছরেও অন্য সমস্ত গাড়ি একই দামে পাওয়া যাবে। মূলত বাণিজ্যিক গাড়ির দামেই এসেছে বদল। শুধু টাটা মোটরসই নয়, বছর শেষের আগেই আরও কিছু কিছু সংস্থা তাদের গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে।


কেন দাম বাড়াল টাটা মোটরস


টাটা মোটরস জানিয়েছে যে গাড়ির তৈরির ইনপুট কস্ট অনেক বেড়ে যাওয়ার কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থা। আর গ্রাহকদের উপর এই খরচ বৃদ্ধির খানিক অংশ চাপাতে চেষ্টা করছে সংস্থা। আরও জানা গিয়েছে, এই দাম বাড়ানো হয়েছে টাটা মোটরসের সমস্ত ট্রাক, বাস ইত্যাদি বাণিজ্যিক গাড়ির জন্য। তবে বাস এবং ট্রাকের বিভিন্ন মডেলের জন্য একেকরকম দাম বাড়ানো হবে।


মারুতি ও হুন্ডাই আগেই দাম বাড়ানোর ঘোষণা করেছে


যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি এবং হুন্ডাই এর আগেই আগামী বছর থেকে তাদের সংস্থার গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। তাছাড়া বিলাসবহুল গাড়িনির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ, অডিও তাদের বেশ কিছু গাড়ির মডেলের দাম বাড়াতে চলেছে আগামী বছর থেকেই।


প্রভাব পড়বে টাটা মোটরসের শেয়ারে


আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে টাটা মোটরসের শেয়ার কেমন পারফর্ম করে সেটাই দেখার। গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করার ফলে এই শেয়ারের দামে লাফ দেখা যেতে পারে বলেই ধারণা বাজার বিশেষজ্ঞদের। গতকাল শেয়ার বাজারে টাটা মোটরসের শেয়ারে ধস নেমেছিল। আজ যদিও এখনও পর্যন্ত বাজারে টাটা মোটরসের শেয়ার ০.৩৯ শতাংশ বেড়ে ৭৮৯.১৫ টাকায় ট্রেড করছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Allu Arjun Arrested: গ্রেফতার অল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর অভিযোগে আটক অভিনেতা


Car loan Information:

Calculate Car Loan EMI