TVS Jupiter: টিভিএস মোটরসের বাইকগুলি দেশের মধ্যে অন্যতম সেরা বাইক হিসেবে পরিচিত। তবে এই সংস্থার একটি স্কুটারও এখন বাজারে বেশ চাহিদায় রয়েছে। টিভিএসের জুপিটার স্কুটারটি ভারতের স্কুটারপ্রেমীদের মধ্যে বেস্টসেলার (TVS Scooter) হিসেবে তালিকায় শীর্ষে আছে। এই স্কুটারের ফিচার্সও বেশ ভাল। এতে মাত্র এক লিটার তেলেই যাওয়া যায় ৫৭ কিমি রাস্তা। এখন আপনি মাত্র ১০ হাজার টাকা জমা করেই ঘরে আনতে পারেন এই স্কুটার (TVS Jupiter)। মাসে মাসে ইএমআই কাটিয়ে উপভোগ করতে পারবেন এই স্কুটারের জাদু।


১০ হাজারেই কিনুন এই স্কুটার


১২৫ সিসির ইঞ্জিন আসে এই টিভিএস স্কুটারে। এটি বাজারে ডিস্ক ও স্মার্টএক্সকানেক্ট ভ্যারিয়ান্টে পাওয়া যায়। দিল্লিতে টিভিএস জুপিটার স্কুটারের বেস মডেলের দাম ৮৭,০৮৫ টাকা। বলা যায় এর দাম শুরু হচ্ছে এই সীমা থেকে। এন্ট্রি লেভেল মডেল ছাড়াও এর টপ লেভেল মডেলের দাম পড়বে ৯২,১১১ টাকা। এখন মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করেই এই স্কুটার আনতে পারবেন ঘরে। তারপর ৯.৭ শতাংশ সুদের হারে আপনাকে ২৭৬৪ টাকার ইএমআই দিতে হবে মাসে মাসে। ৫ বছর চলবে এই ইএমআই।


শক্তিশালী ইঞ্জিন


টিভিএস জুপিটার স্কুটারে এই সংস্থা ১২৪.৮ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.২ পিএস শক্তি সহ ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করে। কোম্পানির মতে, এই স্কুটারে আপনি ৫৭ কিমির মাইলেজ পাবেন।


দুর্দান্ত সব ফিচার্স


টিভিএসের এই দুর্দান্ত বাইকে রয়েছে দারুণ সব ফিচার্স। এর একটি এলইডি হেডল্যাম্প ও টেইলল্যাম্প রয়েছে। এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং ইউএসবি চার্জিং পোর্ট ও সিস্টেম। এর কারণে এই স্কুটার একটি হাই-টেক স্কুটারে পরিণত হয়েছে। একইসঙ্গে এই স্কুটারে লাগেজ রাখার জন্য ৩৩ লিটারের আন্ডার সিট স্পেস রাখা হয়েছে। এছাড়া গ্রাহকরা এই স্কুটারে ড্রাম ও ডিস্ক ব্রেকের মত দুটি বিকল্প পাবেন।


শুধু তাই নয়, টিভিএস জুপিটার স্কুটারে ১২ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া আছে। টিভিএস জুপিটারে ৫.১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এই স্কুটারের ওজন ১০৮ কেজি। হোন্ডার অ্যাক্টিভা এবং ডিওর মত স্কুটারের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এই টিভিএস জুপিটার।


আরও পড়ুন: Bajaj Freedom 125: বিশ্বের প্রথম সিএনজি বাইক উদ্বোধন করলেন নীতিন গডকড়ী, কী চমক বাজাজ ফ্রিডমে ?


Car loan Information:

Calculate Car Loan EMI