TVS New Scooter Variants: আজ থেকে দু-বছর আগে বাজারে iQube সিরিজের ই-স্কুটার এনেছিল টিভিএস মোটরস। সম্প্রতি এই বৈদ্যুতিন স্কুটারেরই নতুন নতুন ভ্যারিয়ান্ট (TVS iQube Scooter) বাজারে আনতে চলেছে টিভিএস মোটরস সংস্থা। একেকটির একেক রকম ফিচার্স, আলাদা আলাদা দাম। দেখে নিন কোন কোন স্কুটার আসছে টিভিএসের, কোনটা আপনার পছন্দ।


টিভিএস আইকিউবের নতুন ভ্যারিয়ান্ট


টিভিএস আইকিউব লাইন আপের বেস ভ্যারিয়ান্ট এখন ২.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক নিয়ে এসেছে এবং টিভিএস দাবি করছে যে এই ভ্যারিয়ান্ট (TVS iQube Scooter) একবার সম্পূর্ণ চার্জ দিলে একটানা ৭৫ কিমি রাস্তা যেতে পারে। ২ ঘণ্টার মধ্যেই এই মডেলের ০-৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। সমস্ত আইকিউব মডেল স্ট্যান্ডার্ড হিসেবে একটি ৯৫০ ওয়াটের চার্জারের সঙ্গে আসে। বেস আইকিউব মডেল ৭৫ কিমি প্রতি ঘন্টার থেকেও কম গতি, ১১৫ কেজি ওজনের এবং একটি ৩০ লিটার আন্ডারসিট স্টোরেজ এরিয়া যুক্ত স্কুটার হতে চলেছে।


সাশ্রয়ী স্কুটার


টিভিএসের এই বেস ভ্যারিয়ান্টটি (TVS iQube Scooter) এখন সবথেকে বেশি সাশ্রয়ী স্কুটার বলেই পরিচিত। মাত্র ৪,৯৯৯ টাকাতেই কিনতে পারবেন এই টিভিএসের নতুন ভ্যারিয়ান্টটি। এই টাকাতেই স্কুটারটি বুক করে নিতে পারবেন আপনি। আবার ৩.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক সহ একটি বড় ভ্যারিয়ান্টও পাওয়া যাবে বাজারে। দুটি মডেলেই অ্যান্টি থেফট প্রোটেকশন, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ একটি ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লেও থাকছে এই স্কুটারের মডেলে। 


টিভিএস আইকিউব এসটি


আইকিউব এসটি লাইন আপে ৩.৪ কিলোওয়াট আওয়ার এবং ৫.১ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সহ দুটি ভ্যারিয়ান্টে রয়েছে। ৫.১ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়ান্টটি সাধারণ মানুষের জন্য ২ বছর আগেই চালু করা হয়েছিল, বাজারে এনেছিল টিভিএস। কিন্তু এই এই মডেলটি আবার বাজারে আনা হচ্ছে কম দামে। আইকিউব এসটি ৩.৪ ভ্যারিয়ান্টের রেঞ্জ হল ১০০ কিমি। এই মডেলে আবার নতুন ফিচার্স জুড়ে গিয়েছে একটি ৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট, ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ ও একটি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের সঙ্গে আসে। ST 3.4 ভ্যারিয়্যান্টের দাম ১,৫৫,৫৫৫ টাকা এবং মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই এর ০-৮০ শতাংশ চার্জ হয়ে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: EV India: ভারতের বাজারে কম দামে ইভি আনতে চলেছে Leapmotor, কী পরিকল্পনা ?


Car loan Information:

Calculate Car Loan EMI