Electric Bike: আলট্রাভায়োলেট সংস্থা সম্প্রতি তাদের প্রথম বৈদ্যুতিন বাইক নিয়ে এসেছে বাজারে। মাত্র দেড় লাখ টাকাতেই পাওয়া যাবে এই দুরন্ত বাইক। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বাইকের (Ultraviolette E-Bike) প্রথম ১০০০ বুকিংয়ের জন্যই কেবল (Bike Launch) এর দাম রাখা হয়েছে ১.৫ লক্ষ টাকা। তারপর থেকে এর দাম বেড়ে হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
বাইকের ওজন ১২০ কেজি। এই সংস্থা কয়েকদিন আগেই বাজারে এনেছিল একটি বৈদ্যুতিন স্কুটারও। সেই স্কুটারের অনুরূপেই এই বৈদ্যুতিন বাইকেও আউটপুট পাবেন ১৪.৭ এইচপি এবং ৫০৫ এনএম। এই বাইকে মাত্র ২.৯ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। এই বাইকে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ১২০ কিমি। স্কুটারের মত এই বাইকটিও আগামী বছর থেকে শোরুমে কিনতে পারবেন গ্রাহকরা।
আল্ট্রাভায়োলেটের এই বাইকের নাম শকওয়েভ। এই বৈদ্যুতিন বাইকে আইডিসি রেঞ্জ রয়েছে ১৬৫ কিমি। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকে যাওয়া যাবে ১৬৫ কিমি রাস্তা। অন্যান্য ফিচার্সের মধ্যে এই বাইকে আপনি পাবেন টেলিস্কোপিক ফর্ক, ২০০ মিমি সাসপেনশন ট্রাভেল এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক আর ১৮০ মিমি ট্রাভেল। এমনকী এর সঙ্গে আপনি পাবেন ১৯ ইঞ্চির ফ্রন্ট ও ১৭ ইঞ্চির রিয়ার হুইলও। দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেকের সুবিধে।
বাইকের ডিজাইন ও লুক অনেকটাই ফিউচারিস্টিক থিমের উপরে রয়েছে। ডিজাইনে জাঁকজমক বেশি নেই। এলইডি হেডলাইট ডিজাইন রয়েছে। গাড়ির ওজন খুব বেশি না হওয়ায় এর সঙ্গে সাযুজ্য রেখেই ডিজাইন করা হয়েছে বাইকে।
আল্ট্রাভায়োলেটের স্কুটার
ভারতে প্রথম বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে আলট্রাভায়োলেট অটোমোটিভ সংস্থা, মডেলের নাম দেওয়া হয়েছে Tesseract। ফিউচারিস্টিক ডিজাইনের সঙ্গে বাজারে এসেছে এই বৈদ্যুতিন স্কুটার, এর বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মাত্র ৯৯৯ টাকাতেই এই স্কুটার বুকিং করা যাবে বলে জানা গিয়েছে। আগামী বছর থেকে বাজারে পাওয়া যাবে এই স্কুটারটি যার দাম রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। যদিও এই দামে কেবলমাত্র প্রথম ১০ হাজার গ্রাহক কেনার সুযোগ পাবেন। এর পরে স্কুটারের দামে খানিক বৃদ্ধি লক্ষ করা যেতে পারে।
Car loan Information:
Calculate Car Loan EMI