Bike News: ভারতে বাইকের মডেল নিয়ে চর্চা বেশ তুঙ্গে। নতুন বাইকের মডেল নিয়ে বাইকপ্রেমীদের মুখে মুখে চর্চা। অনেক বাইক নির্মাতা সংস্থা তাদের নতুন মডেল (Upcoming Bikes) লঞ্চ করতে চলেছে এই আগামী মাসেই। এই বাইকগুলিতে নতুন প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন ও অতিরিক্ত সেফটি ফিচার্স থাকতে পারে বলে জানা গিয়েছে। এর জন্য রাইডিং অভিজ্ঞতাও অনেক চমকপ্রদ ও রোমাঞ্চকর হবে, আগামী মাসে কোন কোন বাইক (Bike News) ভারতের বাজারে আসবে ?


Harley Davidson 750


ভারতের বাজারে হার্লে ডেভিডসন নিয়ে আসছে এই নতুন মডেলের বাইক। এই সংস্থার হার্লে ডেভিডসন ৭৫০ লঞ্চ হতে পারে আগামী মাসের ৯ তারিখ। হার্লে ডেভিডসনে অনেক দুর্দান্ত ফিচার্স থাকতে চলেছে বলেই জানা গিয়েছে। এই বাইক আদপেই একটি প্রিমিয়াম বাইক হতে চলেছে। এই বাইকটিতে একটি ৭৫০ সিসি ভি-টুইন ইঞ্জিন লাগানো হবে, এর ফলে বাইকের অসাধারণ শক্তি ও কর্মক্ষমতা থাকতে চলেছে।


এই বাইকে ডুয়াল ডিস্ক ব্রেক ও এবিএসের সুবিধে থাকতে চলেছে যা নিরাপত্তা আরও বাড়িয়ে দিল। নতুন প্রযুক্তির সঙ্গে এতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকতে পারে যাতে স্পিডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গেজের মত জিনিস থাকবে। হার্লে ডেভিডসনের ৭৫০ মডেলের দাম প্রায় ২.৫ লক্ষ টাকা হতে পারে।


Hero 450 ADV


হিরোর বাইক ভারতের বাইকপ্রেমীদের দুরন্ত চাহিদার তালিকায় শীর্ষে। হিরোর এই নতুন বাইক চালকদের অফ-রোডিং ও দীর্ঘ ভ্রমণ আনন্দ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীরা এই মোটরসাইকেল অনেকের পছন্দ হতে পারে বলেই মনে হচ্ছে। ১৫ সেপ্টেম্বর এই বাইক লঞ্চ করা হবে বলে মনে করা হয়েছে। হিরো ৪৫০ এডিভি একটি ৪৫০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দিয়ে নির্মিত হতে পারে, এতে ৪০-৪৫ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকতে পারে এই বাইকে।


হিরোর এই বাইকে উচ্চমাত্রার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও দীর্ঘ ভ্রমণের জন্য সাসপেনশন থাকবে। এর কারণে এই বাইক কঠিন রাস্তাতেও চলতে পারবে। এর দাম শুরু হতে চলেছে ২.২ লক্ষ টাকা থেকে।


Suzuki GSX 8R


সুজুকি এই নতুন স্পোর্টস বাইক আনতে চলেছে যাতে আরও ফিচার্স থাকতে পারে। ৭৭৬ সিসির ইঞ্জিন থাকবে এই বাইকে। এই বাইকে ডুয়াল ফ্রন্ট ডিস্ক ব্রেকও থাকতে পারে। অ্যাডজাস্টেবল সাসপেনশনও এই বাইকে ইন্সটল হয়ে থাকতে পারে। এই বাইকটিতে এলইডি হেডলাইট ও টেললাইট লাগানো আছে। ভারতে সুজুকি জিএসএক্স ৮ আর বাইকের দাম প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকা হতে পারে। আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে সুজুকির এই বাইক।


আরও পড়ুন: Reliance Disney Merger: জুড়ে যাবে রিলায়েন্স-ডিজনি ইন্ডিয়া, ৭০ হাজার ৩৫০ কোটির চুক্তি মঞ্জুর- কী সুবিধে গ্রাহকদের ?


Car loan Information:

Calculate Car Loan EMI