Bike News: আপনি যদি এমন বাইক খুঁজে থাকেন যা একইসঙ্গে মাইলেজ বেশি দেবে এবং কম মেনটেন্যান্স খরচ লাগে, তাহলে ২০২৫ সালের অগাস্ট মাসে আপনার জন্য বিশেষ অফার রয়েছে। আসলে ভারতের দুটি বড় বাইক সংস্থা হোন্ডা এবং হিরো মোটোকর্প শীঘ্রই কমিউটার সেগমেন্টে তিনটি নতুন বাজেট বাইক লঞ্চ করতে চলেছে। এই বাইকগুলির ইঞ্জিন ১২৫ সিসির কম হবে, তবে এগুলিতে উপলব্ধ ফিচার্স, ডিজাইন এবং প্রযুক্তি সব ক্ষেত্রে যে কোনও প্রিমিয়াম বাইকের মতই হবে।

Honda CB125 Hornet

হোন্ডার হর্নেট বাইকটি বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা স্টাইল ও প্রযুক্তি উভয়ই চান। এই বাইকে একটি ১২৩.৯৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১০.৯৯ বিএইচপি শক্তি ও ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে একটি ৫ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যায়। এর লুক খুবই আকর্ষণীয় ও বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এতে ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইউএসবি সি চার্জিং পোর্ট, সামনের ইউএসডি ফর্ক ও দুটি চাকায় ডিস্ক ব্রেক রয়েছে।

Honda Shine 100 DX

হোন্ডার এই বাইকে সবথেকে ভাল মাইলেজ এনে দেবে। কিন্তু এখন প্রিমিয়াম লুককেও প্রাধান্য দিতে চলেছে। এই বাইকটি শাইন ১০০-র একটি আপগ্রেডেড ভার্সন, এতে ৯৮.৯৮ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে যা ৭.২৮ বিএইচপি শক্তি ও ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৪ স্পিডের গিয়ারবক্স রয়েছে, হেডলাইট ক্রাউল, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মত অনেক গুরুত্বপূর্ণ আপগ্রেড রয়েছে। ১ অগাস্ট থেকেই এই বাইকের বুকিং শুরু হবে।

বাজারে আসছে কাইনেটিক ডিএক্সের একটি বৈদ্যুতিন স্কুটারও। এই স্কুটারের ফিচার্সও দুরন্ত। কাইনেটিক ডিএক্স ইলেকট্রিক স্কুটারের হুইলবেস ১৩১৪ মিমি, সিটের উচ্চতা ৭০৪ মিমি আর সিটের নিচে স্টোরেজ রয়েছে ৩৭ লিটার। কাইনেটিকের ডিএক্স ভ্যারিয়ান্টটির এক্স শোরুম দাম রয়েছে ১.১০ লক্ষ টাকা, আর ডিএক্স প্লাস ভ্যারিয়ান্টের দাম রয়েছে ১.১৭ লক্ষ টাকা। 

Hero Glamour 125

হিরো মোটোকরর তাদের নতুন গ্ল্যামার মডেল নিয়ে আসছে যা ভারতের প্রথম কমিউটার বাইক। এতে ক্রুজ কন্ট্রোলের মত উন্নত ফিচার্স থাকবে। এতে ১২৪.৭ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকবে। ডিজিটাল এলসিডি ডিসপ্লে, আপডেটেড সুইচগিয়ার এবং ইউএসবি চার্জিং সকেট ফিচার্স থাকবে এই বাইকে। আগামী কয়েক মাসের মধ্যেই এই বাইক বাজারে আসবে।


Car loan Information:

Calculate Car Loan EMI