সোমনাথ চট্টোপাধ্যায় : New Cars 2024: নতুন বছর শুরু হল। গত বছরই বেশ কিছু গাড়ি নির্মাতা সংস্থা জানিয়েছিল ২০২৪ সালে তাদের কোন কোন মডেল আসতে চলেছে, জানা গিয়েছিল কোন পুরনো গাড়ির মডেল পুনরায় নতুনের মত বানানো হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু গাড়ি (Upcoming Cars 2024) বাজারে আসার জন্য তৈরি হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই সেই মডেলগুলি কিনতে পারবেন গাড়িপ্রেমী ক্রেতারা। এক্ষেত্রে বেশিরভাগ গাড়িই SUV ক্যাটেগরিতে পড়ছে। SUV-র ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও এই বিলাসবহুল বড় আকারের গাড়ি নির্মাণের দিকে জোর দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, এ বছর কোন কোন SUV আসতে চলেছে।
Mercedes-Benz GLS
মার্সিডিজ মডেলের সবথেকে বিলাসবহুল এবং বড় গাড়ি এই মার্সিডিজ বেঞ্জের (Marcedes Benz) পুরনো মডেলেই আপডেট আসছে। যুক্ত হচ্ছে জিএলএস প্রযুক্তি আর সেই নতুন আপডেট নিয়েই বাজারে আসবে এই মডেলটি। স্টাইলিশ টুইক, শার্পার লুকের সঙ্গে রয়েছে একেবারে নতুন MBUX ইনফোটেইনমেন্ট সিস্টেম। ইন্টিরিয়র ডিজাইনের ক্ষেত্রেও আমূল বদল আনা হয়েছে। তবে ইঞ্জিন আগের মতনই থাকছে।
Mahindra XUV400
নতুন একটা স্টিয়ারিং হুইল জুড়ে যাচ্ছে মহিন্দ্রার এই XUV400 মডেলে। এতে ইনফোটেইনমেন্ট সিস্টেম হিসেবে থাকছে অভিনব Adreno X। রিয়ার এসি ভেন্ট, ব্যাটারি প্যাকের ক্ষেত্রেও অনেকটাই বদল দেখতে পাবেন ক্রেতারা। সব মিলিয়ে পুরনো মডেলের আপডেট হলেও তা একেবারে নতুন হয়ে উঠবে এবার।
Hyundai Creta
হুন্ডাইয়ের বেস্ট সেলিং SUV-র মধ্যে এই নতুন মডেলের ক্রিটা হুন্ডাই অন্যতম আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। ভারতের বাজারের উপযোগী করে একে নতুন করে গড়ে তোলা হয়েছে, ফলে ডিজাইন গিয়েছে সম্পূর্ণ বদলে। এতে উপরি পাওনা হিসেবে থাকছে বড় আকারের অ্যালয় হুইল। ADAS প্রযুক্তির সঙ্গে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সুবিধে রয়েছে হুন্ডাই ক্রিটা (Hyundai Creta) মডেলে।
Kia Sonet
এই তালিকায় সবশেষে উল্লেখ করতেই হয় কিয়া সনেট মডেলটির নাম। আগামী মাসেই সনেট ফেসলিফট মডেল হিসেবে বাজারে আসবে এই গাড়িটি। সামান্য প্রিমিয়াম ভ্যালু জুড়ে যাবে এর দামের সঙ্গে, ফলে দাম আগের থেকে সামান্য বাড়বে এটাই ধরে নেওয়া যায়। নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, নতুন সেন্টার কনসোল বাটন এতে নতুন সংযোজন। তবে ইঞ্জিন থাকছে সেই আগের মতই।
আরও পড়ুন: Top SUV 2023 : মারুতি হোক বা হুন্ডাই ! এ বছর কোন SUV অন্যতম সেরা বাছাই ?
Car loan Information:
Calculate Car Loan EMI