সোমনাথ চট্টোপাধ্যায়: সম্প্রতি ছত্তিশগড়ের হাইওয়েতেই আগুন ধরে যায় ভলভো সি৪০ রিচার্জ (Volvo C40 Recharge) গাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুন ধরার কারণ যদিও এখনও জানা যায়নি। ভলভো সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।


কী ঘটেছিল ?


তবে সংস্থার তরফে জানা গিয়েছে যে, ভলভো সি৪০ (Volvo C40 Recharge) গাড়ির ইন্টিরিয়রের এমবেডেড সেফটি ফিচার্স গাড়ির চালককে জানিয়েছিল যাতে তিনি গাড়িটি রাস্তার ধারে পার্কিং করেন, গাড়িতে কিছু সমস্যা রয়েছে আর সেইমত রাস্তার ধারে পার্কিং করেই গাড়ির চালক বেরিয়ে পড়েন গাড়ি থেকে। ফলে আগুন ধরার সময় তাঁর কোনও ক্ষতি হয়নি। সৌভাগ্যবশত গাড়ির চালক বেরিয়ে পড়েছিলেন।


আগুন ধরার সম্ভাব্য কারণ


এই ঘটনা আরও একবার ইভির নিরাপত্তার ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করল। বিশেষত ইলেকট্রিক ভেহিকলের ব্যাটারি নিয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত ক্রেতা এবং নির্মাতা উভয়পক্ষকেই। সি৪০ রিচার্জের মডেলটিতে 78kWh ব্যাটারি প্যাক রয়েছে, একবার সম্পূর্ণ চার্জ দিলে টানা ৫৩০ কিমি রাস্তা যাওয়া যায় এই গাড়িতে। চেসিসের মধ্যে খুব কম পরিসরে এর ইন্টিগ্রেটেড লিথিয়াম-আয়ন ব্যাটারি আপডেট করা হয়েছে। কিন্তু তারপরেও কেন এতে আগুন ধরে গেল, তার অনুসন্ধান চলছে।


তবে ধারণা করা হচ্ছে ব্যাটারি প্যাকের (Volvo C40 Recharge) কোনও সমস্যার কারণেই এতে আগুন ধরেছে। ওভারহিটিংয়ের কারণে অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্যাটারিতে আগুন ধরে যায়।


কী কী কারণে ইভিতে আগুন ধরতে পারে ?



  • আগুন ধরার মূল কারণ হিসেবে 'থার্মাল রানওয়ে'কে বিবেচনা করা হয়। থার্মাল রানওয়ে কী ? লিথিয়াম আয়নের ব্যাটারিতে ভিতরে শর্ট সার্কিট হলে অধিক তাপমাত্রা উৎপন্ন হয় আর তখনই আগুন ধরার সম্ভাবনা থাকে। এতে সেলের ভিতরে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়।

  • খুব জোরে ইভি চালালে বা খুব জোরে ব্রেক কষলেও অনেক সময় তাপ উৎপন্ন হয় ব্যাটারিতে।

  • আরও অনেক কারণ থাকতে পারে, যা ক্রমে ক্রমে প্রকাশ্যে আসবে। তবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে আগুন ধরলে খুব দ্রুত এই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ ধরে সেই আগুন জ্বলতে থাকে।


গাড়ি নির্মাতারা যদিও গাড়ির ভিতরে নিরাপত্তা (Volvo C40 Recharge) ব্যবস্থা বজায় রাখেন, কিন্তু তারপরেও ইভিতে আগুন ধরার ঘটনায় নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন ওঠেই। তবে এটা ঠিক যে অন্যান্য পেট্রোল বা ডিজেলের গাড়ির তুলনায় ইভিতে আগুন ধরার বিষয় অনেকটাই কম দেখা যায়।   


আরও পড়ুন: Marcedes Benz: মার্সিডিজ বেঞ্জের GLE সিরিজের নতুন মডেল ! ৫ সেকেন্ডেই উঠবে ১০০ কিমি স্পিড- আরও কী ফিচার্স ?


Car loan Information:

Calculate Car Loan EMI