Yamaha New Bike: এই দীপাবলির আগে (Diwali Offer) ইয়ামাহা তার নতুন একটি স্পোর্টস বাইক লঞ্চ করেছে। বাইকের মডেলের নাম এমটি ০৭ (Yamaha MT 07)। ইয়ামাহার এই চতুর্থ জেনারেশনের মডেলে বহু কিছু আপগ্রেড হতে দেখা গিয়েছে। এই বাইকে ইনস্টল (Yamaha Bikes) হয়েছে নতুন ইঞ্জিনও। আর তার পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার্সও যুক্ত হয়েছে। এই বাইকের লুকও গিয়েছে বদলে, এবার এক দেখাতেই পছন্দ হবে আপনার। দাম কত ? কী বিশেষ ফিচার্স পাবেন ?
কী বিশেষত্ব আছে এই বাইকের ?
এমটি ০৭ বাইকে এমটি ০৯ বাইকের মতই আপগ্রেড এসেছে। এর নতুন ওয়াই এএমটি (Yamaha MT 07) সেমি অটোমেটিক গিয়ার বক্স রয়েছে এই বাইক। তবে এখনও এই বাইকের দাম জানা যায়নি। ইয়ামাহার এমটি ০৭ আদপে টিউবিউলার স্টিল চেসিসে তৈরি হয়েছে, এতে দুটি আইব্রো রয়েছে, রয়েছে এলইডি ডিআরএল, প্রজেক্টর এলইডি হেডল্যাম্পও। ডিজাইনের সঙ্গে এই বাইকে এসেছে অ্যাগ্রেসিভ লুকও।
এই বাইকে একটি লাইটওয়েট স্পিন ফোর্ড ১৭ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। বাইকের (Yamaha Bikes) ওজন আগের থেকে ১ কিলোগ্রাম কমে গিয়েছে। এই বাইকের (Yamaha MT 07) এখন ওজন দাঁড়িয়েছে ১৮৩ কেজি। বাইকের হ্যান্ডলবার আগের থেকে অনেক চওড়া হয়েছে।
ইয়ামাহা এমটি ০৭-এর পাওয়াট্রেন
ইয়ামাহা তার বাইককে আরও শক্তিশালী করে তুলেছে। এতে রয়েছে ৬৯৮ সিসির একটি টুইন সিলিন্ডার লিকুইড কুলড মোটর। বাইকের এয়ার বক্স আবার বদলাচ্ছে। বাইকের (Yamaha MT 07) মোটর আর ইঞ্জিন আগের থেকে বদলে যাওয়ার কারণে এর পারফরম্যান্স অনেক ভাল হয়েছে আগের থেকে।
বাইকে এসেছে নতুন অটোমেটিক ট্রান্সমিশন
এই বাইকে ওয়াই এএমটি সেমি অটোমেটিক ট্রান্সমিশন যোগ হয়েছে। ক্লাচ ও গিয়ার শিফটার ট্রান্সমিশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর জায়গায় এসেছে আপ ও ডাউন শিফট বাটন রাখা হয়েছে ম্যানুয়াল শিফট গিয়ারের বদলে এসেছে সুইচ গিয়ার। এই বাইক (Yamaha Bikes) দুটি অটোমেটিক মোডে চলবে, সেখানে চালককে আলাদা করে কোনও গিয়ারের ইনপুট দিতে হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Diwali 2024 Offer: বাড়ি কিনলে গাড়ি ফ্রি, দীপাবলিতে নতুন অফার ! কোথায় ?
Car loan Information:
Calculate Car Loan EMI