Yamaha Blue Square Outlet: পশ্চিমবঙ্গে ইয়ামাহা (Yamaha) সংস্থা দুটো নতুন 'ব্লু স্কোয়ার' আউটলেট (Blue Square Outlet) খুলেছে। জানা গিয়েছে, ইন্ডিয়া ইয়ামাহা মোটর (IYM) প্রাইভেট লিমিটেড 'তমলুক অটোমোবাইলস' যেটি তমলুকে অবস্থিত - এর আওতায় একটি নতুন 'ব্লু স্কোয়ার' আউটলেট খুলেছে। এর আয়তন ১৬০০ স্কোয়ার ফিট। অন্যদিকে 'কৃষ্ণা অটোমোবাইলস' যা মেদিনীপুরে অবস্থিত সেখানে দ্বিতীয় 'ব্লু স্কোয়ার' আউটলেট খুলেছে ইয়ামাহা সংস্থা। এর আয়তন ১৬৪০ স্কোয়ার ফিট। এই দুই ব্লু স্কোয়ার শোরুম ডিজাইন করা হয়েছে গ্রাহকদের এন্ড-টু-এন্ড সেলসের পাশাপাশি অন্যান্য পরিষেবা এবং সাপোর্ট দেওয়ার জন্য। 


ইয়ামাহার এই ব্লু স্কোয়ার শোরুমের লক্ষ্য হল ক্রেতাদের সামনে ইয়ামাহা রেসিং ওয়ার্ল্ডের প্রবেশদ্বার খুলে দেওয়া। এই প্রিমিয়াম আউটলেটের প্রতিটি বিভাগের রয়েছে গর্বের ছোঁয়া। আর হবে নাই বা কেন। আন্তর্জাতিক মোটরস্পোর্টসের সঙ্গে গভীর যোগ রয়েছে ইয়ামাহা ব্র্যান্ডের। এবার তারাই পশ্চিমবঙ্গের খুলেছে ব্লু স্কোয়ার আউটলেট। এই ব্লু স্কোয়ার শোরুমের মাধ্যমে ইয়ামাহা সংস্থার সঙ্গে গ্রাহকদের সরাসরি নিবিড় যোগাযোগ স্থাপন হবে। ব্লু স্কোয়ার আউটলেটের ব্লু এবং স্কোয়ার- এই দুইয়ের বিশেষত্বও রয়েছে। ব্লু- এর মাধ্যমে রেসিংয়ের দুনিয়ায় ইয়মাহা সংস্থার ঐতিহ্যকে বোঝানো হয়েছে। অন্যদিকে স্কোয়ার অর্থে বোঝানো হয়েছে এমন একটি মাধ্যমের কথা যা সরাসরি ক্রেতাদের ইয়মাহা ব্র্যান্ডের দর্শনের সঙ্গে সংযুক্ত করবে, যে সংস্থা ক্রেতাদের সামনে স্পোর্টি এবং স্টাইলিশ লুক, ডিজাইনের রেঞ্জ প্রদর্শন করবে। এর পাশাপাশি Blue Streaks রাইডার কমিউনিটির হয়েও এই মাধ্যম পরিষেবা প্রদান করে। ফলে ক্রেতারা এই রাইডার কমিউনিটির সঙ্গেও সরাসরি যুক্ত হতে পারবে। এছাড়াও অন্যান্য ইয়ামাহা রাইডারদের সঙ্গেও ক্রেতাদের সংযোগ স্থাপন হবে। 


কী কী রয়েছে এই দুই ব্লু স্কোয়ার শোরুমে


ম্যাক্সি স্পোর্টস AEROX 155 স্কুটার এক্সক্লুসিভ ভাবে ব্লু স্কোয়ার শোরুমের মাধ্যমেই বিক্রি করা হবে। এছাড়াও এই দুই প্রিমিয়াম আউটলেটে থাকছে YZF-R15 ভার্সান 4.0 (155cc) অ্যান্টি ব্রেকিং সিস্টেম সমেত, YZF-R15S ভার্সান 3.0 (155cc) অ্যান্টি ব্রেকিং সিস্টেম সমেত, MT-15 V2 Deluxe (155cc) সঙ্গে রয়েছে ABS & TCS সাপোর্ট। এর সঙ্গে থাকবে ব্লু কোর প্রযুক্তি সম্পন্ন মডেল যেমন- FZ 25 (249cc) সঙ্গে ABS ফিচার, FZS 25 (249cc) সঙ্গে ABS ফিচার, FZ-S FI V4 Deluxe (149cc) সঙ্গে ABS এবং TCS ফিচারের সাপোর্ট, FZ-FI (149cc) সঙ্গে ABS সাপোর্ট, FZ-X (149cc) সঙ্গে ABS এবং TCS ফিচারের সাপোর্ট, AEROX (155cc) সঙ্গে ABS। আর থাকবে ইউএসবি এনাবেল স্কুটার যেমন- Fascino 125 FI Hybrid (125cc), RayZR 125 FI Hybrid (125cc), Street Rally 125 FI Hybrid (125cc) এইসব মডেলও। এই দুই প্রিমিয়াম আউটলেটের অন্যতম আকর্ষণ ইয়ামাহা ব্র্যান্ডের আসল অ্যাকসেসরিজ, পোশাক এবং বিভিন্ন যন্ত্রাংশ। 


পশ্চিমবঙ্গে সম্প্রতি উদ্বোধন হওয়া এই দুই ব্লু স্কোয়ার আউটলেটের সাহায্যে বাংলায় ইয়ামাহার ব্লু স্কোয়ার আউটলেটের সংখ্যা হয়েছে মোট ১৫। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ১৬০টিরও বেশি ব্লু স্কোয়ার শোরুম। এই তালিকায় রয়েছে ভারতের বিভিন্ন রাজ্য যেমন- তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, ঝাড়ঘন্ড, ওড়িশা, অসম, ছত্তিসগড়, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, জম্মু ও কাশ্মীর, দিল্লি, রাজস্থা এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্য।


আরও পড়ুন- শীঘ্রই বাজারে Royal Enfield 650-এর নতুন বাইক, নয়া রঙের পাশাপাশি থাকবে অ্যালয় হুইল


Car loan Information:

Calculate Car Loan EMI