RG Kar Case Live Update: প্রধান সাক্ষী হিসাবে সই শুভেন্দুর, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী
West Bengal News Live: আরজি কর থেকে বাংলাদেশ, জেলা থেকে শহর, এই মুহূর্তের সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন এবিপি লাইভ বাংলায়।
তাঁর হাত ধরেই রাজনীতির রং বদলেছিলেন। সম্পর্কের বদলের দিনও তাঁকেই প্রধান সাক্ষী মানলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। শনিবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী। কনের নাম প্রীতি কর। প্রধান সাক্ষী হিসেবে সেই রেজিস্ট্রি পেপারে সই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হার না মানা লড়াই করেই শনিবার মহার্ঘ তিন পয়েন্ট ছিনিয়ে আনল সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে, সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে একেবারে শেষ লগ্নে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে তিন পয়েন্ট দিলেন আলবার্তো রদ্রিগেজ। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করল মোহনবাগান।
ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টেও খেলার সিদ্ধান্ত নিলেন ডানহাতি পেসার মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার জার্সিতে দেখা গিয়েছিল শামিকে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও থেমে গিয়েছিল বাংলার দৌড়। এবার ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির জন্য নির্বাচিত বাংলা দলেও রাখা হল শামিকে।
একটা রাত জেলেই কাটাতে হল অল্লু অর্জুনকে। শনিবার সকালে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি পৌঁছোনের পরই তাঁর সঙ্গে দেখা করতে ভিড় জমালেন বহু দক্ষিণী তারকা। স্ত্রী-সন্তানদের জড়িয়ে অল্লু অর্জুনের ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়।
গ্রাহামস রোডে কাটা মাথা, রিজেন্ট কলোনিতে পা, শরীরের বাকি অংশ! শ্যালিকার দেহ ৩ টুকরো করে লোপাটের চেষ্টা, গ্রেফতার ভগ্নিপতি! এক জায়গায় মাথা, আরও ২ জায়গায় পা, শরীরের বাকি অংশের হদিশ! ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকেই আতিবুর রহমান লস্কর গ্রেফতার। নিহত খতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে বাকি দেহাংশের হদিশ!
এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে বাংলাদেশ বর্ডার গার্ড। বিদ্রোহ-বিধ্বস্ত প্রতিবেশী মায়ানমারে কোণঠাসা জুন্টা সরকার। বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশই আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা বসবাসকারী রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান আর্মি। ফের রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার প্রমাদ গুনছে ইউনূস প্রশাসন।
কেউ স্বপ্ন দেখছেন ৪ দিনে কলকাতা দখলের! কেউ ভারতের বিরুদ্ধে দেশের নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দিতে চাইছেন! যুদ্ধজিগির তোলা বাংলাদেশের এখন বড় মাথাব্যথা মায়ানমার সীমান্ত। বাংলাদেশ-মায়ানমারের ২৭১ কিমি সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি।
কন্যা সন্তান এল কোয়েল আর নিসপাল সিংহ রানের সংসারে। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন কোয়েল।
টালিগঞ্জে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য। প্রেম-প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভগ্নিপতির হাতে খুন! 'মোবাইল নম্বর ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বশে খুন', জেরায় জানিয়েছে অভিযুক্ত, দাবি পুলিশের।
শুধু আজ নয়, প্রতিবাদ হবে আগামীকালও। কর্মসূচি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
আর জি কর-এর ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রেক্ষিতে এসইউসিআই-এর বিক্ষোভ। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল। মিছিল পৌঁছল সিজিওতে।
নিজাম প্য়ালেসে কংগ্রেসের বিক্ষোভ। আর জি কর-এর ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের।
আর জি কর-এর ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রেক্ষিতে আজ কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় এসএফআই।
রায়ে হতাশ হলেও, তাঁরা পথে আছেন, আগামী দিনেও থাকবেন, মন্তব্য আন্দোলনের অন্যতম মুখ রিমঝিম সিংহর।
আর জি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, CBI-এর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে চিকিৎসকরা। চার্জশিট না দিতে পারায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি-র জামিন। কাল প্রতিবাদে ফের পথে নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
সন্দীপ-অভিজিতের জামিন, বিচারের দাবিতে ফের পথে অভয়ার পরিবার। সিবিআইয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে ফের পথে জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, পথে নামল অভয়ার পরিবার। রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী অভয়া মঞ্চের ডাকে গণ জমায়েত।
প্রেক্ষাপট
কলকাতা: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট।
মুক্তিযুদ্ধের পর জন্ম নেওয়া বাংলাদেশের (Bangladesh) অবসরপ্রাপ্ত সেনাকর্তার মুখে এবার নতুন মুক্তিযুদ্ধর প্রসঙ্গ।
অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অত্যাচারীদের দাঁতভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ হোন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। লিখিত বিবৃতি শেখ হাসিনার। এক্স হ্যান্ডলে পোস্ট ছেলে সজীব ওয়াজেদের।
তদন্তের নামে প্রহসন। কেন চার্জশিট দিতে পারল না সিবিআই? সন্দীপ-অভিজিৎদের জামিনের প্রতিবাদে নিজাম প্যালেস অভিযান কংগ্রেসের। সিজিও অভিযান SUCI-এর।
প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী থেকে সিজিও অভিযান। কাল ডোরিনা ক্রসিংয়ে জমায়েতের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর।
সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ফের লড়াইয়ের তোড়জোড় আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের।
চিকিৎসক ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। জামিন পেলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল।
প্রতিবাদে ছিলাম, আছি, থাকব, মন্তব্য রাত দখল আন্দোলনের মুখ রিমঝিমের।
২৪ ঘণ্টার মধ্যে টালিগঞ্জে মহিলা খুনের কিনারা। সম্পর্কের টানাপোড়েনে প্রতিহিংসায় মগরাহাটের পরিচারিকাকে গলা কেটে খুন। বাসুলডাঙা থেকে গ্রেফতার ভগ্নীপতি।
কেষ্টপুরে গৃহবধূ ও বিউটি পার্লার কর্মী খুনের অভিযোগে গ্রেফতার ফেসবুক ফ্রেন্ড। চার ঘণ্টার মধ্যে মোবাইলের টাওয়ালর লোকেশন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পাকড়াও।
রাত কাটল জেলে। তেলঙ্গানা হাইকোর্টে জামিনের পর সকালে জেলমুক্তি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। ফিরলেন বাড়িতে. উচ্ছ্বাস অনুরাগীদের।
কন্যা সন্তান এল কোয়েল আর নিসপাল সিং রাণের সংসারে। সোশাল মিডিয়ায় সুখবর দিলেন কোয়েল। ফের মা হলেন কোয়েল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -