PAN-Aadhaar Link Deadline: আজ ৩১ মে আধার প্যান কার্ডের লিঙ্ক করার শেষ দিন। এর আগে বহুবার ভারতীয় নাগরিকদের প্যান ও আধার কার্ড লিঙ্ক করার কথা জানিয়েছিল দেশের সরকার। তারপর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে এই আধার-প্যান লিঙ্ক (PAN-Aadhaar Link Deadline) করার সময়সীমা ধার্য করা হয় ৩১ মে পর্যন্ত। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা হলে বেশ কিছু  সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে।


যদি কোনও করদাতা নাগরিক ৩১ মে-র মধ্যে প্যান আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে সেই প্যান কার্ডের অধীনে সমস্ত ক্ষেত্রেই তাদের অতিরিক্ত টিডিএস কাটা হবে বলেই জানিয়েছে আয়কর বিভাগ। এই বছর ২৪ এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে একটি বিবৃতি (PAN-Aadhaar Link Deadline) জারি করে জানানো হয় যে, যে সমস্ত প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের কর জমার ক্ষেত্রে বা টিডিএস কাটার ক্ষেত্রে ডিফল্টার হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে তাঁর থেকে বেশি টিডিএস কাটা হবে।


কীভাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন প্যান কার্ড


 আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক (PAN-Aadhaar Link Deadline) করার জন্য প্রথমেই আপনাকে আয়কর বিভাগের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে।


তারপর 'Quick Link' বলে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করুন এবং Link Aadhaar বিকল্পে ক্লিক করুন।


এরপরে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার PAN এবং আধার নম্বর লিখতে হবে এবং Validate অপশনে ক্লিক করতে হবে আপনাকে।


আধার কার্ড অনুযায়ী আপনার নাম এবং মোবাইল নম্বর লিখে তারপর 'লিঙ্ক আধার' অপশনে ক্লিক করতে হবে।


যে মোবাইল নম্বর এখানে বসিয়েছেন আপনি তাতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি লিখে 'Validate' বাটনে ক্লিক করুন।


কীভাবে স্ট্যাটাস চেক করবেন


যদি আপনি চান আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক (PAN-Aadhaar Link Deadline) আপনার করা আছে কিনা তা যাচাই করতে, তাহলে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ক্লিক করতে হবে 'Link Aadhaar Status' অপশনে। এখানে প্রথমে আপনার আধার কার্ড এবং আপনার প্যান কার্ডের নম্বর বসিয়ে ক্যাপচা কোড বসালেই দেখা যাবে লিঙ্ক করা আছে কিনা।


আরও পড়ুন: Gold Price Today: ভোটের আগের দিনে কী হল সোনার দামে ? আজ সোনা কিনলে খরচ কত হবে ? দেখুন রেটচার্টে