Gold Price: সোনার দাম আজ ফের বেড়ে গেল। গতকাল ধারণা করা হয়েছিল যে ধীরে ধীরে এবার সোনার দাম বাড়বে এবং সেই দাম নাকি ৮১ হাজারের কোটায় পৌঁছে যাবে। সেই তুলনায় বাংলার বাজারে দাম এখনও ৭৩-৭৪ হাজারের ঘরেই ঘোরাফেরা করছে। গতকাল দাম খানিক কমে গিয়েছিল সোনার, সেই দাম আজ আবার বেড়ে গিয়েছে। ভোটের আগের দিনে দাম বাড়ল সোনার। আজ কিনতে গেলে কত বেশি খরচ হবে দেখে নিন রেটচার্টে।
শুক্রবারের বাজারে কী বদল সোনার দামে
আজ শুক্রবার দাম কত হল সোনার (Gold Rate Today)? বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২১৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৯৭০ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৪৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৪৩ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। শুক্রবার সপ্তাহের চতুর্থ দিনে রুপোর দাম প্রতি কেজিতে ৯২ হাজার ৪২৮ টাকা।
আজকের সোনার দর (৩১ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭২১৫ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯৭০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫৬৫ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭৪৩ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯২,৪২৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে হেরফের
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। কিন্তু এই দাম কমার ধারা আজ খানিক ব্যাহত হল। ৩১ মে মাসের শেষদিনে বাজারে ফের দাম বাড়ল সোনার।
আরও পড়ুন: Dividend Stock: শেয়ারপিছু ১২০ টাকা ডিভিডেন্ড দেবে এই সংস্থা, কেনা থাকলে বিরাট মুনাফা