Bank Holiday List: নতুন অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতে প্রথম মাসেই ব্যাঙ্ক কর্মীদের বিপুল ছুটি। তাও আবার দ্বিতীয় সপ্তাহেই টানা ৪ দিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। শুধুমাত্র এপ্রিল মাসেই ১৪টি ছুটির দিন থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে ছুটির, সেখানে দেখা যাচ্ছে এই সপ্তাহে ভরপুর ছুটি (Bank Holiday) রয়েছে ব্যাঙ্ক কর্মীদের। অনেক রাজ্যে মাত্র ৩ দিন খোলা থাকবে ব্যাঙ্ক এই সপ্তাহে। আর এই ছুটির দিনগুলি না জানলে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন।


ভরপুর ছুটি এই সপ্তাহে


মঙ্গলবার ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ব্যাঙ্কের ছুটির দিন (Bank Holiday)। সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের কিছু কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৯ এপ্রিল গুড়ি পড়োয়া, তেলুগু নববর্ষ এবং প্রথম নবরাত্রি হিসেবে কিছু কিছু রাজ্যে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কার্যক্রম। এই দিনে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, গোয়া ও জম্মু কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


১০-১১ এপ্রিলও বন্ধ থাকবে ব্যাঙ্ক


এই সপ্তাহের তৃতীয় দিনে ১০ এপ্রিল কেরালাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রমজান উপলক্ষ্যে এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সারা দেশে রমজান শেষে ইদ উপলক্ষ্যে ছুটি ঘোষণা হয়েছে ১১ এপ্রিল বৃহস্পতিবার। তবে এই দিনে কিছু কিছু রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, সিকিম, কেরালা ও হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার ইদ-উল-ফিতরের জন্য ব্যাঙ্কের কাজ হবে না।


৩ দিন খোলা ব্যাঙ্ক এইসব রাজ্যে  


এই সপ্তাহে ১৩ এপ্রিল হিসেবমত দ্বিতীয় শনিবার হওয়ায় এদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারপর রবিবার পড়েছে ১৪ এপ্রিল, এদিন তো বরাবরের ছুটি থাকে ব্যাঙ্কে। আর তাই কমপক্ষে ৮টি রাজ্যে সপ্তাহে মাত্র তিন দিন খোলা থাকবে ব্যাঙ্ক, ৪ দিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, গোয়া ও জম্মু কাশ্মীরে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।


ডিজিটাল ব্যাঙ্কিংয়ে কী প্রভাব


এতগুলি ছুটি থাকছে এই সপ্তাহে। শুধু তাই নয় গোটা এপ্রিল মাস জুড়েই এত ছুটি। ব্যাঙ্কের শাখায় গিয়ে গ্রাহকেরা কাজ করতে পারবেন না ঠিকই। তবে সমস্যায় পড়বেন না ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। হয় আগে থেকে ছুটির দিন দেখে ব্যাঙ্কে গিয়ে কাজ সারতে হবে আর প্রয়োজনীয় কাজ চাইলে বাড়ি বসেই ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করে নিতে পারেন। এটিএম বন্ধ থাকবে না, অনলাইনে টাকা-পয়সা লেনদেনও বন্ধ থাকবে না এই কয়েকদিন।


আরও পড়ুন: Bandhan Bank: অবসর নেবেন বন্ধন ব্যাঙ্কের সিইও তথা এমডি চন্দ্রশেখর ঘোষ, এবার আরও বড় দায়িত্বে