Petrol At Cheap Price: জ্বালানির জ্বালায় তিতিবিরক্ত দেশবাসী। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রেট্রল,ডিজেলের দাম প্রায় এক হয়ে গিয়েছে।


Fuel at Low Price: কী করলে পাবেন সুবিধা ?
দেশের অনেক জায়গায় এখন পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। যে কারণে জ্বালানির ব্যয়ে নাভিশ্বাস উঠেছে আম আদমির। আপনিও যদি জ্বালানির দাম নিয়ে বিরক্ত হন , তাহলে এই উপায় কাজে লাগাতে পারেন। আজ এই খবরে আমরা আপনাকে এমন একটি সমাধান বলব, যার মাধ্যমে আপনি পেট্রলের বাজার মূল্যে বড় সাশ্রয় করতে পারবেন। আপনি BPCL SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেট্রলে এই সঞ্চয় করতে পারবেন। এই কার্ড ব্যবহার করে জ্বালানি কিনলে আপনি অনেক সুবিধাও পাবেন।


Fuel at Low Price: এই সুবিধা পাবেন আপনি
আপনি যখনই BPCL SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতের যেকোনও জায়গায় BPCL জ্বালানি স্টেশনগুলিতে পেট্রল বা ডিজেল কিনবেন, তখন আপনি ৪.২৫ শতাংশ ভ্যালুব্যাক পাবেন। এতে রিওয়ার্ড পয়েন্ট ও সারচার্জ ছাড়ের মতো সুবিধাও পাওয়া যাবে। এটি ব্যবহার করে জ্বালানি কিনলে আপনি 13x রিওয়ার্ড পয়েন্ট পাবেন। যা উপরে উল্লিখিত ৪.২৫ শতাংশ ভ্যালু-ব্যাকের ৩.২৫ শতাংশ হবে। এর পাশাপাশি আপনি যখনই ৪০০০ টাকা পর্যন্ত লেনদেন করবেন, তখন ১ শতাংশ জ্বালানি সারচার্জেরছাড় পাবেন। এই ক্ষেত্রে  এক মাসের বিলিংয়ে আপনি সর্বাধিক ১০০ টাকার সারচার্জ ছাড় পাবেন। এইভাবে আপনি বছরে ১২০০ টাকা পর্যন্ত জ্বালানি খরচ থেকে বাঁচাতে পারবেন। যা দিয়ে আপনি কম দামে জ্বালানি কিনতে পারবেন। সারা দেশে শুধুমাত্র BPCL ফুয়েল স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে।


Petrol At Cheap Price: কার্ডের জন্য মূল্যও দিতে হবে
মনে রাখবেন, এই পরিষেবা প্রদানকারী ব্যাঙ্ক বিনামূল্যে এই কার্ড ইস্যু করে না। এই কার্ডটি নিতে আপনাকে ৪৯৯ টাকা খরচ করতে হবে। এমনকী আপনাকে প্রতি বছর এই কার্ড পুনর্নবীকরণের জন্য একই পরিমাণ অর্থ জমা দিতে হবে। এই কার্ডের মাধ্যমে ৫০০ টাকার ওয়েলকাম গিফট দেবে ব্যাঙ্ক। সেইসঙ্গে ৫০০ টাকার ২০০০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন, আপনি কার্ডটি অ্যাক্টিভেট করার ২০ দিন পরে এই পয়েন্টগুলি পাবেন। এই কার্ড জ্বালানি কিনতে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি ৫০০ টাকা মূল্যের পেট্রল বিনামূল্যে এই কার্ডে কিনতে পারবেন।


আরও পড়ুন : Post Office Schemes: এই বাজারেও এত সুদ ! কোন পোস্ট অফিস স্কিমে কত লাভ পাবেন আপনি ?


Car loan Information:

Calculate Car Loan EMI