SSC GD Constable Recruitment: কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হবে এই নিয়োগ। এই পদে আবেদনের ক্ষেত্রে  চাকরিপ্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।


SSC GD 2022: কোন কোন পদগুলিতে হবে নিয়োগ ?
স্টাফ সিলেকশন কমিশন (SSC)সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্সেস (CPAF),এসএসএফ ও আসাম রাইফেলস এবং সিপাহী (সিপাই)-এ রাইফেলম্যান (জিডি) পদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো পরীক্ষার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এসএসসি জিডি নিয়োগ অভিযানের আওতায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (CAPF), এসএসএফ ও আসাম রাইফেলে কনস্টেবল পদে নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।


SSC GD Constable Recruitment: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। ২৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি জিডি নিয়োগ ২০২২-এর জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


SSC GD 2022: এসএসসি জিডি নিয়োগ ২০২২ শূন্যপদের বিবরণ
এসএসসি জিডি নিয়োগ ২০২২ নিয়োগের অধীনে ২৪৩৬৯টি শূন্যপদ পূরণ করা হবে।


SSC GD 2022: শূন্যপদের তথ্য


বিএসএফ: 10497
সিআইএসএফ: 100
CRPF: 8911
এসএসবি: 1284
ITBP: 1613
এআর: 1697
SSF:103


SSC GD Constable Recruitment: আবেদনের ফি কত ?
এসএসসি জিডি নিয়োগ ২০২২-এর জন্য আবেদনের ফি ১০০ টাকা রাখা হয়েছে। মহিলা প্রার্থী ও তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) ও প্রাক্তন সৈনিক (ইএসএম) এর অন্তর্গত প্রার্থীদের সংরক্ষণের কারণে ফি দিতে হবে না। 


SSC GD Constable Recruitment: এসএসসি জিডি নিয়োগ ২০২২ যোগ্যতা
কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি ম্যাট্রিকুলেশন বা সমমানের যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।


SSC GD 2022: এই পদের জন্য বয়সসীমা
এই শূন্যপদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের ১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্য়ে বয়স ১৮-২৩-এর মধ্যে হতে হবে।


SSC GD Constable Recruitment: এর জন্য কীভাবে আবেদন করবেন


১ ssc.nic.in ওয়েবসাইটে যান
২ হোমপেজ খোলার পর নিজেকে নিবন্ধন করুন
৩ আপনার তৈরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
৪ Apply Online এ ক্লিক করুন


আরও পড়ুন : November Changes: ১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার সহ অনেক নিয়মে পরিবর্তন, আপনার ওপর কী প্রভাব পড়বে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI