Tax Refund: ২০২৩-২৪ অর্থবর্ষ চলে গিয়েছে। এবার ১ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন অর্থবর্ষ আর এই সময়েই চলছে বিগত অর্থবর্ষের কর জমা দেওয়ার কাজকর্ম। আয়কর জমা (Tax Refund) দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর সুদের অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী আমানতের সুদ করযোগ্য বলে বিবেচিত হয় ৩ লাখ টাকার বেশি মূল্যের জন্য। যে কোনও গ্রাহকদের ক্ষেত্রে স্থায়ী আমানতের সুদের উপর টিডিএস (Tax Deducted at Source) কেটে নেওয়া হয় নির্দিষ্ট সীমা পেরোলে। এই টিডিএস কাটা হলে সেই টাকা ফেরতও পাওয়া যায়। কীভাবে বিস্তারিত দেখে নিন।


রিফান্ড পেতে কী করতে হবে


মূলত ব্যাঙ্কের পক্ষ থেকে স্থায়ী আমানতের (Tax Refund) সুদের উপর যে টিডিএস কাটা হয়েছে, তা একমাত্র আয়কর ফাইল জমা করলেই ফেরত পাওয়া যায়। ফলে কেটে নেওয়া করের টাকা ফেরত পেতে গেলে ITR জমা করতে হবে গ্রাহককে। এই আয়কর জমা করার জন্য গ্রাহকের অবশ্যই একটি প্যান কার্ড ও আধার কার্ড থাকতে হবে এবং প্যান ও আধার লিঙ্ক করা থাকতে হবে। যে পরিমাণ টিডিএস কাটা হয়েছে তা সাধারণত আপনার প্যান নম্বরের মাধ্যমে জানা যায়। আইটিআর ফাইলিংয়ের সময় এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখা যায়।


কত টিডিএস কাটে


যাতে টিডিএস না কাটে সেজন্য ব্যাঙ্কের কাছে আপনাকে 15G বা 15H ফর্ম জমা করতে হবে। মূলত প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে এই 15H ফর্ম। এই ফর্ম জমা করা থাকলে স্থায়ী আমানত ম্যাচিওর হলে তা যখন আপনার সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে, তা থেকে টিডিএস (Tax Refund) কাটবে না। সাধারণভাবে প্যান আধার লিঙ্ক করা থাকলে সুদের অঙ্ক যদি ৩ লাখ টাকার বেশি হয়, তাহলে ১০ শতাংশ টিডিএস কেটে নেবে ব্যাঙ্ক। অন্যদিকে প্যান আধার লিংক করা না থাকলে ২০ শতাংশ টিডিএস কেটে নেওয়া হবে। ১৫জি বা ১৫ এইচ ফর্ম জমা করার ফলে গ্রাহকরা আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে কর ছাড় দাবি করতে পারেন।


আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ


মে মাসেই সারতে হবে আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ। জেনে নিন আয়কর সংক্রান্ত কাজের ডেডলাইন কোন কোন দিন রয়েছে। ৭ মে, ১৫ মে, ৩০ মে এবং ৩১ মে আয়কর জমা করার জন্য গুরুত্বপূর্ণ দিন। যেমন প্রবাসী ভারতীয়দের লিয়াজোঁ অফিসে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৪৯সি নং ফর্মের মাধ্যমে টিডিএস স্টেটমেন্ট জমা করতে হবে ৩০ মে তারিখের মধ্যেই।


আরও পড়ুন: Income Tax: মে মাসেই সারতে হবে আয়কর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ কাজ, কোন কোন দিন মনে রাখতে হবে ?