Loan Settlement: লোন সেটলমেন্টে গেলে সুবিধার সঙ্গে রয়েছে অসুবিধাও, কত দিন টাকা না দিলে পাবেন নোটিস

ব্যাঙ্ক গ্রাহকদের লোন সেটেলমেন্ট অর্থাৎ OTS এর বিকল্প দেয়। ওয়ান টাইম সেটেলমেন্টের সবচেয়ে বড় সুবিধা হল আপনি রিকভারি এজেন্ট থেকে স্বাধীনতা পান।

Continues below advertisement

Loan Settlement Disadvantages: রিজার্ভ ব্যাঙ্ক রোপো রেট বাড়ানোয় আরও বেড়ে গিয়েছে মাসিক ঋণের কিস্তি দেওয়ার পরিমাণ। সেই ক্ষেত্রে লোনের পরিমাণ চোকাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা। ক্রমাগত ইএমআই বেড়ে যাওয়ায় বহু মানুষ ঋণখেলাপির পর্যায়ে পৌঁছচ্ছেন। যার ফলে লোন সেটলমেন্টের পথে হাঁটতে হচ্ছে তাদের।  

Continues below advertisement

Loan Settlement: এই পরিস্থিতিতে ব্যাঙ্ক গ্রাহকদের লোন সেটেলমেন্ট অর্থাৎ OTS এর বিকল্প দেয়। ওয়ান টাইম সেটেলমেন্টের সবচেয়ে বড় সুবিধা হল আপনি রিকভারি এজেন্ট থেকে স্বাধীনতা পান। এর পাশাপাশি প্রতি মাসে ইএমআই দেওয়ার ঝামেলা থেকে রেহাই দেয় এই সেটলমেন্ট। তবে ওটিএসের কিছু অসুবিধাও রয়েছে।

Loan Settlement: ঋণ নিষ্পত্তি বা লোন সেটলমেন্ট কী ?

যদি কোনও ব্যক্তি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পর পরপর ৯১ দিন অর্থাৎ ৩ মাস পর্যন্ত কিস্তি জমা না করে, তবে এই পরিস্থিতিতে ব্যাঙ্ক তার ঋণকে নন-পারফর্মিং অ্যাসেট (NPA) বিভাগে রাখে। এই পরিস্থিতিতে, ব্যাঙ্ক ঋণগ্রহীতাকে একটি নোটিশ জারি করে ও অর্থ দেওয়ার জন্য বলে।

Loan Settlement Disadvantages: এর পাশাপাশি ব্যাঙ্ক তার রিকভারি এজেন্টকে গ্রাহকের বাড়িতে পাঠায়। এর পরেও যদি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ব্যাঙ্ক গ্রাহকদের ওয়ান টাইম সেটেলমেন্টের বিকল্প দেয়। এতে ব্যাঙ্ক তার ঋণের মূল পরিমাণ ছাড়াও অবশিষ্ট সুদের হার ও অবশিষ্ট চার্জ হ্রাস করে। এতে গ্রাহকের উপর ঋণের বোঝা কমে যায় ও তিনি টাকা জমা দেন।

Loan Settlement: ঋণ নিষ্পত্তির কারণে এটি একটি বড় ক্ষতি

প্রায়শই ঋণ গ্রহীতারা লোন সেটলমেন্টেক লোন ক্লোজার হিসাবে নেয়। আপনি ঋণের সব কিস্তি শোধ না করা পর্যন্ত ঋণ শেষ বলে মনে করা হয় না। ঋণ নিষ্পত্তির সবচেয়ে বড় অসুবিধা হল এটি ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর কমিয়ে দেয়। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে সিবিল স্কোরে। পরবর্তীকালে যদি কোনও ধরনের ঋণ নিতে হয়, তাহলে সমস্যা তৈরি হয়। এর প্রভাব পরবর্তী ৭ বছরের জন্য আপনার CIBIL স্কোরে থাকে।

Loan Settlement: গ্রাহকদের কী বিকল্প রয়েছে

যদি আপনি কোনও ধরনের ঋণ নিয়ে থাকেন ও তার ঋণ নিষ্পত্তি করেন, তাহলে আপনি পরবর্তীতে টাকা এলে ঋণের সুদ ও অন্যান্য চার্জ শোধ করুন। এতে আপনার CIBIL স্কোর ঠিক হবে ও আপনি যখন কোনও জায়গায় লোন নিতে যাবেন তখন লোন নিতে আপনার কোনও সমস্যা হবে না।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola