Toll Tax: প্রতি দিন বহু গাড়ি টোল প্লাজা অতিক্রম করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। এই টোল প্লাজা পেরোলেই সেই ব্যক্তিকে টোল ট্যাক্স (Toll Tax) দিতে হয়। পরিসংখ্যান বলছে দেশে এক হাজারেরও বেশি টোল প্লাজা রয়েছে। এই প্লাজাগুলিতে নানা যানবাহনে টোল ট্যাক্স ধার্য করা হয়। আগে টোল দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হত সকলকে। তবে ফাস্টট্যাগ (New Toll Tax Policy) আসার পরে এই লাইনে দাঁড়ানোর সমস্যা মিটেছে।
এই নতুন টোল ট্যাক্সের নীতি অনুসারে, যানবাহনগুলিকে কিলোমিটার অনুযায়ী যত দূর ভ্রমণ করা হবে, শুধু তার উপর ভিত্তি (Toll Tax) করেই টোল ট্যাক্স দিতে হবে। আর এর অর্থ হল আপনা থেকেই টোল চার্জ কেটে নেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, যত কিমি রাস্তা ভ্রমণ (New Toll Policy) করা হবে তত টাকা কেটে নেওয়া হবে। বর্তমানে যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সরকারের তরফে যে ঠিক কবে এই নীতি চালু হতে চলেছে দেশে।
এখন যে সমস্ত গাড়ি টোল প্লাজা অতিক্রম করে তাদের গাড়ির সামনে লাগানো ফাস্টট্যাগ স্ক্যান করে কিছু নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেওয়া হয় টোল ট্যাক্স হিসেবে। এর জন্য ফাস্টট্যাগে ব্যালান্স থাকাটা জরুরি আর ফাস্টট্যাগের সঙ্গে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানো জরুরি নিয়ম রয়েছে দেশে।
নতুন টোল নীতি কাজ করবে এভাবে
সংবাদসূত্রে জানা যাচ্ছে, এই নতুন টোল নীতির অধীনে ফাস্টট্যাগ লাগানো থাকবে গাড়িতে এবং সমস্ত টোল প্লাজায় লাগানো থাকবে ক্যামেরা। এর অধীনে, গাড়ির মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি এই টোল কেটে নেওয়া হবে। এই নতুন নীতির অধীনে, সরকার এমন একটি উন্নত সিস্টেম তৈরি করতে চলেছে সরকার যা স্বয়ংক্রিয় নম্বর প্লেট চিহ্নিতকরণের মাধ্যমে অর্থাৎ ANPR প্রযুক্তির মাধ্যমে এই টোল ট্যাক্স কেটে নেবে। সড়ক পরিবহন মন্ত্রকের তরফে এই নতুন টোল নীতি দেশে চালু করার পরিকল্পনা করেছে।
আর তাই এই নতুন অত্যাধুনিক নীতির মাধ্যমে কেন্দ্র সরকার বার্ষিক ফাস্টট্যাগও চালু করার দিকে হাঁটছে। তাই এই নিয়মে গাড়ির মালিকদের বছরে একবার মাত্র রিচার্জ করাতে হবে ফাস্টট্যাগে। আর তাতেই তারা এক বছরে যতখুশি দূরত্ব ভ্রমণ করতে পারেন।
Car loan Information:
Calculate Car Loan EMI