Toll Tax Rules: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী একটি বড় ঘোষণা করেছেন। পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, নীতীন গডকড়ী জানিয়েছেন যে দেশজুড়ে একটি নতুন টোলনীতি চালু হতে চলেছে আগামী ১ মে থেকে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই এই টোল নীতির বাস্তুবায়ন হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন (New Toll Policy) যে আগামী সময়ে সারা দেশ থেকে সমস্ত টোল প্লাজা তুলে নেওয়া হবে।
ভারত সরকারের নতুন টোল নীতি
কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ী বিগত ১৪ এপ্রিল ২০২৫ এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শীঘ্রই সারা দেশ থেকে ফিজিক্যাল টোল প্লাজাগুলি সরিয়ে নেওয়া হবে। এর সঙ্গে তিনি দেশজুড়ে এক নতুন টোলনীতি (New Toll Policy) চালু হওয়ার কথাও জানান। তিনি আরও বলেন, 'এখনই আমি এই বিষয়ে কিছু বলব না। তবে আমি বলতে পারি যে আগামী ১৫ দিনের মধ্যে ভারত সরকার একটি নতুন টোল নীতির বাস্তুবায়ন ঘটাতে চলেছে'।
টোল প্লাজা ছাড়া কীভাবে টোল আদায় হবে
পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে নীতীন গডকড়ী জানিয়েছেন যে এই নতুন ব্যবস্থা বা নতুন নীতি বাস্তুবায়নের সঙ্গে সঙ্গেই স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল (New Toll Policy) কেটে নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, স্যাটেলাইটের মাধ্যমে গাড়ির নম্বর প্লেট শনাক্ত করা হবে এবং টোল স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এই নতুন ব্যবস্থার ফলে ম্যানুয়াল টোল আদায়ের কোনও দরকার পড়বে না।
সড়ক পরিকাঠামোর উন্নতি হবে
সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী দেশের পরিকাঠামো সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন যে আগামী ২ বছরে ভারতের সড়ক পরিকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও ভাল হবে। কেন্দ্রীয় মন্ত্রী মুম্বই-গোয়া হাইওয়ে সম্পর্কে বলেন, 'এই হাইওয়েটি এই বছরের জুন মাসের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। আর এই হাইওয়েটি নির্মিত হওয়ার ফলে দুই স্থানের মধ্যে ভ্রমণের দূরত্ব অনেক কমে আসবে। এমনকী সময়ও উল্লেখযোগ্যভাবে কমে যাবে'।
পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ব্যক্তিগত যানবাহনের থেকে মোট ৫৫ হাজার কোটি টাকা টোল করের মধ্যে এসেছে মাত্র ৮ হাজার কোটি টাকা। টোল লেনদেনের ৫৩ শতাংশের মধ্যে ২১ শতাংশই আসে ব্যক্তিগত যানের থেকে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত সমস্ত টোল প্লাজাতেই ব্যক্তিগত গাড়িরই ভিড় থাকে সবথেকে বেশি।
নতুন টোল পাস চালু হবে
জাতীয় সড়কে (Toll Tax) কোনো বাধা বিঘ্ন ছাড়াই যাতায়াতের জন্য কেন্দ্র (FASTag Rule) এবার থেকে বার্ষিক ও লাইফটাইম টোল পাস চালু করতে চলেছে। দেশের সড়ক পরিবহন দফতর এবার থেকে এই দুই ধরনের টোল পাস দেওয়ার কথা জানিয়েছে।
Car loan Information:
Calculate Car Loan EMI