নয়াদিল্লি: পদত্যাগ করলেন পেটিএম(Paytm)-এর মূল কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশনসের (One97 Communications) প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার ভবেশ গুপ্তা (Bhavesh Gupta)। শনিবার সংস্থার তরফে একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে এই বিষয়টি জানানো হয়েছে। ব্যক্তিগত কারণের জন্য তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেছে বলেও জানা গেছে। নেতৃত্বের পরিকাঠামোয় পরিবর্তন হিসেবে আর্থিক পরিষেবা দানকারী সংস্থা পেটিএম রাকেশ সিংকে পেটিএম মানির চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেছে। অন্যদিকে পেটিএম মানি-কে যিনি নেতৃত্ব দিতেন সেই বরুণ শ্রীধরকে পেটিএম সার্ভিসের সিইও পদে বসানো হয়েছে। পেটিএম সার্ভিস মূলত মিউচুয়াল ফান্ড ও অন্যান্য ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে।


শনিবার পেটিএমের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার ভবেশ গুপ্তা যিনি টাকা লেনদেন ও ঋণ সংক্রান্ত ব্যবসা দেখাশোনা করতেন তিনি ব্যক্তিগত কারণে কর্মজীবন থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পদ ছাড়ার পর তিনি সংস্থার পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। এই বছরের শেষ পর্যন্ত তিনি সংস্থাকে গাইড করবেন বলে জানিয়েছেন। 


আরও পড়ুন: Income Tax: ব্যাঙ্কে স্থায়ী আমানত আছে ? সুদের টাকা থেকে আয়কর কাটলে কীভাবে রিফান্ড পাবেন ?


পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেডের পক্ষ থেকে শনিবার ঘোষণা করা হয়েছে যে তারা সংস্থাটিকে লাভজনক পেমেন্ট ও ফিনানশিয়াল সার্ভিস ডিস্ট্রিবিউশন বিজনেসকে আরও বাড়ানোর জন্য তাদের লিডারশিপ টিমকে আরও বড় করার সিদ্ধান্ত নিয়েছে। 


আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে কত হেরফের সোনার দামে ? আজ কিনলে খরচ কি কমবে ?


ভবেশ গুপ্তার পদত্যাগের পরেই পেটিএমের প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা সংস্থার বৃদ্ধির জন্য ভবেশ গুপ্তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জানান। সংস্থায় রদবদল প্রসঙ্গে বলেন, "আমাদের লক্ষ্য হল পেমেন্ট ও লেন্ডিং আগের থেকেও বেশি শক্তিশালী করা। সেই জন্য আমি সংস্থার উচ্চপদে আসীন সমস্ত আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের ব্যবসায়িক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইছি।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Income Tax: মে মাসেই সারতে হবে আয়কর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ কাজ, কোন কোন দিন মনে রাখতে হবে ?